ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দু’জন একই অঙ্গনের। খেলার জগতের। তবে একজন ফুটবলার। আরেকজন ক্রিকেটার। এবার এক সুতোয় গাথা হলো তাদের জীবন। জীবনের ইনিংসে এখন একজন আরেকজনের। জাতীয় ফুটবল দলের তারকা মাহবুবুর রহমান সুফিল আর মোহামেডান নারী দলের ক্রিকেটার জিন্নাত আছিয়া অর্থি বসলেন বিয়ের পিড়িতে।
এইতো কিছুদিন আগেই জাতীয় নারী দলের ক্রিকেটার সানজিদা ইসলাম আর রংপুরের বিভাগীয় দলের ক্রিকেটার মীম মোসাদ্দেক ঘর বেঁধেছেন। অন্তর্জালে ভাইরাল হয়েছে সানজিদার বিয়ের ছবি। এবার সুফিল-অর্থিও আলোচনায়।
বিয়ের ছবিতেও যে ছিল ভিন্নতা। ভিন্নতা কিসের, তারা যে নিজেদেরই তুলে ধরলেন। একজনের হাতে বল, অন্যজনের হাতে ব্যাট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিয়ের সাজে তোলা সুফিলের হাতে বল আর অর্থীর হাতে ব্যাটের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সোমবার সুফিল ও অর্থির বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। তার আগেই তোলা হয় সেই ছবি। অর্থির সতীর্থ নারী ক্রিকেটাররা এ সময় নতুন জুটিকে সংবর্ধনা জানান তাকে।
সিলেটের সুনামগঞ্জের ছেলে সুফিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার। এইতো সেদিন ঢাকায় নেপালের বিপক্ষে জয়সূচক দারুণ এক গোল করেন। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও প্রথম একাদশে একমাত্র স্ট্রাইকার হিসেবে দলে ছিলেন সুফিল। কাতার থেকে ফিরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সুফিল।
বগুড়ার মেয়ে অর্থি ক্রিকেট খেলেন রাজশাহী বিভাগের হয়ে। প্রিমিয়ার লিগে ঢাকা মোহামেডানের হয়ে খেলেন তিনি। জাতীয় ইমার্জিং দলের ক্যাম্পেও ছিলেন অর্থী। ব্যাটিং করার সঙ্গে উইকেটকিপারও।
সুফিল-অর্থির বন্ধুত্বা থেকে প্রেম। পরিবারের সম্মতিতেই বাকি জীবনের জন্য একে অপরের সঙ্গী হলেন তারা। বগুড়ার ম্যক্স মোটেলে ঘরোয়া পরিবেশে সুফিল-অর্থির বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। দুই পক্ষের পরিবারের সদস্যরা ছাড়াও বগুড়ার নারী ক্রিকেটাররা বিয়ের আয়োজন রঙিন করেন।
নতুন অধ্যায়ে সুফিল-অর্থিকে অনেক অনেক শুভেচ্ছা!
Discussion about this post