ক্রিকবিডি২৪.কম ডেস্ক
মাহে রমজানের পবিত্র মাসে উত্তাল ফিলিস্তিন। জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ঢুকে নামাজরত নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার পর রীতিমতো যুদ্ধাবস্থা মধ্যপ্রাচ্যে। নিজ ভূখণ্ডেই দখলদার ইহুদিদের হাতে রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিনিরা। বলা হচ্ছে ইসরায়েলের হামলায় এবার মৃতের সংখ্যা দাঁড়াল ৬৯ জন। যেখানে ১৭ জন শিশু!
ইসরায়েলের এমন হত্যা যজ্ঞের প্রতিবাদ জানাচ্ছেন ক্রীড়া বিশ্বের অনেকেই। এবার ফিলিস্তিনিদের পাশে থেকে কথা বললেন ক্রিকেটাররাও। বাংলাদেশের রুবেল হোসেনের সঙ্গে এই তালিকায় দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের বাবর আজমও রয়েছেন।
বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন তার অফিসিয়াল ফেসবুক পেজে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘ফিলিস্তিনকে বাঁচান, মুসলিমদের বাঁচান। ফিলিস্তিনের পাশে আছি আমরা। ফিলিস্তিনিরা, তোমরা আমাদের প্রার্থনায় রয়েছো।’
টুইটারে হ্যাশট্যাগ দিয়ে ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা জানালেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। সেই টুইট রিটুট করেন হাশিম আমলা। তাবরাইজ শামসি, জর্জ লিন্ডে, ড্যারেন স্যামিরাও আছেন ফিলিস্তিনিদের পাশে।
এদিকে আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান টুইটারে লিখলেন, ‘শিশুহত্যার চেয়ে জঘন্য আর কিছুই হতে পারে না।’ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলছিলেন, ‘মানবতার জন্য দাঁড়াতে শুধু মানুষ হওয়াই যথেষ্ঠ।’ এছাড়া ফুটবলাঙ্গনে প্রতিবাদ জানাচ্ছেন লিভারপুলের মহা তারকা মোহাম্মদ সালাহ থেকে শুরু করে অনেকেই।
Discussion about this post