ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃস্বপ্নের সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ড থেকে রোববার দুপুর পৌনে ১২টায় দেশে ফিরেছেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা। তবে সবাই নিজ বাসায় ফিরে গেলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই থেকে গেলেন মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে রোববারই ভারতের কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন এই বাঁহাতি পেসার।
যদিও বলা হচ্ছিল সোমবার আইপিএল খেলতে যাবেন মুস্তাফিজ। কিন্তু করোনা ঝুঁকি এড়াতে একদিন আগেই ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন কাটার মাস্টার। নিউজিল্যান্ড থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন, এ অবস্থায় বিমানবন্দর থেকে আবার বাসায় না ফিরলে নতুন করে করোনা পরীক্ষার প্রয়োজন পড়বে না তার।
বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান গণমাধ্যমে বলেন, ‘দেখুন, মুস্তাফিজ দেশে এসেছে। কিন্তু বিমানবন্দর থেকে বের হয়নি। ভেতরেই রয়েছে। কোভিড-১৯ প্রটোকলের কারণে বের হয়নি। কারণ আইপিএল খেলতে আজই ভারতে যাবে মুস্তাফিজ।’
আইপিএলের ১৪তম আসরের নিলাম থেকে ভিত্তিমূল্য ১ কোটি রুপি দিয়ে মুস্তাফিজকে দলে নিয়েছে রাজস্থান রয়ালস। এর আগে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন তিনি। পান সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। আইপিএলে সানরাইজার্সের পর টুর্নামেন্টটির আরেক দল মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেন দ্য ফিজ।
আগামী ১২ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস। এ ম্যাচে খেলা হবে না বাংলাদেশের তারকা ক্রিকেটারের। ভারত পৌঁছানোর পর ৭ দিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে তাকে।
Discussion about this post