ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বছর জুড়েই ক্রীড়াপ্রেমীরা মেতে থাকার কথা ছিল ক্রিকেটে। কিন্তু অদৃশ্য এক ভাইরাসে সর্বনাশ। করোনার কারণে বছরের শুরুতেই ছন্দপতন! বাতিল একের পর এক টুর্নামেন্ট, সিরিজ।
মার্চে মাঠের বাইরে ক্রিকেট-
করোনাভাইরাস নামের মহামারি গত মার্চে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তখন শ্রীলঙ্কা সফরে ছিল ইংল্যান্ড দল। স্বাগতিক ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর কথা। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দেখার অপেক্ষায় সবাই।
ঠিক তখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাকে মহামারী ঘোষণা করে। চট জলদি স্থগিত হয়ে যায় সব সিরিজ। পিছিয়ে যায় আইপিএল।
গৃহবন্ধী জীবন থেকে ক্রিকেটে ফেরা
মে মাসের শেষে ইংল্যান্ড সফরে যাওয়ার অনুমতি পায় ওয়েস্ট ইন্ডিজ দল। জৈব-সুরক্ষা বলয়ে সিরিজটি শুরু হয় ৯ জুলাই। মুগ্ধ হয়ে ক্রিকেটের ফেরা উপভোগ করেন সবাই। এই দু দলের পথ ধরে পাকিস্তান ও অস্ট্রেলিয়া দল যায় ইংল্যান্ড সফরে।
এরপর সীমিত ওভারের সিরিজ ও টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ায় পা রাখে ভারত। এর আগে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে তারা খেলে আইপিএল।
টি-টুয়েন্টি বিশ্বকাপে করোনার ছোবল
২০২০ সালেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টুয়েন্টি বিশ্বকাপ। কিন্তু কোভিড ১৯ এ সর্বনাশ। জৈব-সুরক্ষা বলয়েো বিশ্বকাপের মতো বড় আসর আয়োজনে সাহস দেখায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত জুলাইয়ে এ বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ এক বছরের জন্য পিছিয়ে দেয় আইসিসি। গত ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অব্দি অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। সব ঠিক থাকলে ২০২১ সালের অক্টোবর নভেম্বরে ভারতে হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। পরের বছর ফের বিশ্বকাপ, এবার অস্ট্রেলিয়ায়।
গুডবাই ধোনি
২০২০ সালেই বিদায় বলেছেন ভারতকে প্রায় সম্ভাব্য সব ট্রফি এনে দেওয়া মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। তবে বিদায় বলেছেন এক বছর পর। ইন্সটাগ্রাম পোস্টে ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
তার পথ ধরে গুডবাই বলেন আরেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও।
ব্রড ও অ্যান্ডারসনের অনন্য অর্জন
করোনা মহামারির মধ্যেই অভিজাত এক মাইলফলক স্পর্শ করেন ইংল্যান্ডের দুই তারকা পেসার জেমস অ্যান্ডারসন ও ক্রিস ব্রড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের শেষ দিনে ক্রেইগ ব্র্যাথওয়েটকে এলবিডব্লিউ করে ৫০০ টেস্ট উইকেট ক্লাবে পা রাখেন স্টুয়ার্ট ব্রড।
এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে আজহার আলীকে আউট করে ৬০০ টেস্ট উইকেট ক্লাবে যোগ দেন অ্যান্ডারসন। ৩৮ বছর বয়সী ডানহাতি পেসার নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়!
Discussion about this post