ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ-নিউজিল্যান্ডের ক্রিকেট লড়াই শুরু সেই ৩১ বছর আগে। ১৯৯০ সালের এপ্রিলে এশিয়া কাপে প্রথমবার লড়ে দুই দল। এখানে ওয়ানডেতে শুরুর দিকে শুধুই হারই সঙ্গী হয়েছে দলের। সেই ধাক্কা ৫০ ওভারের ক্রিকেটে সামলে উঠেছে টাইগাররা। শনিবার ভোরে ফের মুখোমুখি টাইগার-কিউই।
এই সময়ে চলুন চোখ রাখি অতীত পরিসংখ্যানে। ফিরে দেখি বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে দ্বৈরথ। সূত্র: অবশ্যই ইসএসপিএন-ক্রিকইনফো।
জয়-
নিউজিল্যান্ড- ২৫, বাংলাদেশ- ১০
ব্যাটিং রেকর্ড-
দলের সর্বোচ্চ: নিউজিল্যান্ড- ৩৪১/৭ (ক্রাইস্টচার্চ, ২০১৬), বাংলাদেশ- ৩০৯/৬ (ফতুল্লা, ২০১৩)
দলের সর্বনিম্ন: নিউজিল্যান্ড- ১৬২, (ঢাকা, ২০১৩), বাংলাদেশ- ৭৭ (কলম্বো, ২০০২)
দলের সর্বোচ্চ ব্যবধানে জয়: নিউজিল্যান্ড- ১৬৭ (কলম্বো, ২০০২), বাংলাদেশ- ৪৩ (ঢাকা, ২০১৩)
সবচেয়ে বেশি রান: রস টেলর- ২৪ ম্যাচে ১০০৩, সাকিব আল হাসান- ২২ ম্যাচে ৬৩৯
সর্বোচ্চ ইনিংস: টম ল্যাথাম- ১৩৭ (ক্রাইস্টচার্চ, ২০১৬), মাহমুদউল্লাহ- ১২৮* (হ্যামিল্টন, ২০১৫)
সবচেয়ে বেশি শতক: মার্টিন গাপটিল- ৩, মাহমুদউল্লাহ ও সাকিব- ২
সর্বোচ্চ ছয়: রস টেলর- ২৪, মুশফিকুর রহিম- ১০
এক সিরিজে সর্বোচ্চ রান: মার্টিন গাপটিল- ২৬৪, সাকিব আল হাসান- ২১৩
বোলিং রেকর্ড-
সবচেয়ে বেশি উইকেট: সাকিব আল হাসান- ৩৭, কাইল মিলস- ৩৩
সেরা বোলিং ফিগার: রুবেল হোসেন- ৬/২৬ (ঢাকা, ২০১৩), টিম সাউদি- ৬/৬৫ (ডানেডিন, ২০১৯)
এক সিরিজে সর্বোচ্চ উইকেট: সাকিব আল হাসান- ১১, কাইল মিলস- ৯
উইকেটকিপিং রেকর্ড-
সবচেয়ে বেশি ডিসমিসাল: ব্রেন্ডন ম্যাককালাম- ৩৬, মুশফিকুর রহিম- ২০
এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসাল: বিজে ওয়াটলিং- ৭, ইমরুল কায়েস- ৫
ফিল্ডিং রেকর্ড-
সবচেয়ে বেশি ক্যাচ: মাহমুদউল্লাহ- ১০, রস টেলর-৯
সবচেয়ে বেশি ম্যাচ: মুশফিকুর রহিম- ২৬, রস টেলর- ২৪
Discussion about this post