ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বল হাতে বুধবার রীতিমতো বাজিমাত করেছেন সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে এ বাঁহাতি স্পিনার মাত্র ৮ রানে নিয়েছেন ৪ উইকেট। এদিকে ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠে ১৫০তম উইকেটের মালিক হয়ে গেলেন সাকিব আল হাসান। তবে ওয়ানডেতে সাকিবের মোট উইকেট সংখ্যা কিন্তু ২৬৬টি। সর্বোচ্চ ২৬৯টি উইকেট রয়েছেন মাশরাফি বিন মর্তুজার।
বুধবার শুরুতেই আন্দ্রে ম্যাকার্থিকে সরাসরি বোল্ড করে দিলেন সাকিব। প্রথম ওভারে দিয়েছিলেন কেবল দুই রান। পরের ওভারে এসে চতুর্থ বলে ফুল লেন্থের বলটি অফ স্ট্যাম্পের হালকা বাইরে রাখেন সাকিব। সুইপ খেলতে চেয়েছিলেন ম্যাকার্থি। কিন্তু ব্যাট বল মিস করে গেলো। হালকা টার্ন নিয়ে স্ট্যাম্পই ভেঙে দেয় ম্যাকার্থির। ১২ রান করে আউট হন এই ক্যারিবীয় ব্যাটসম্যান।
এদিকে নিজের চতুর্থ ওভারে এসে সাকিব পেলেন দ্বিতীয় উইকেটের দেখা। এবার ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদের ফেরান তিনি। সাকিবের অফসাইডে রাখা বলটি এগিয়ে এসে খেলতে যান জেসন। কিন্তু মিস করেন। উইকেটরক্ষক মুশফিক বলটি ধরেই স্ট্যাম্প ভেঙে দিলেন। টিভি আম্পায়ারের কাছ থেকে রিপ্লে দেখে আউট ঘোষণা করেন আম্পায়ার। আর নিজের পঞ্চম ওভারে নিলেন তৃতীয় উইকেট। এবার শিকার হলেন এনক্রুমাহ বোনার। সাকিবের ঘূর্ণি বলটি ব্যাট-প্যাড এগিয়ে দিয়েও রক্ষা করতে পারেননি। আউটের আবেদনে আম্পায়ার আঙ্গুল তুললে ডিআরএস কল করেন বোনার। কিন্তু তাতে লাভ হয়নি। আউট হলেন তিনি।
তিন উইকেট নেয়ার পরও থামেনি সাকিব। ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান আলজারি জোসেফকে বোল্ড করেন। এর সঙ্গে সঙ্গে ক্যারিবীয়দের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২২ রানে। এর পেছনে সাকিবের সঙ্গে হাসান মাহমুদ ও মোস্তাফিজের রয়েছে দারুণ অবদান। একজন নিয়েছেন ৩ উইকেট। অন্যজন দুটি। তবে আলাদাভাবে সবার নজর কেড়েছেন সাকিব। কেননা এ তারকা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন লম্বা সময় পর।
Discussion about this post