ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রঙীন পোশাকে অনিয়মিতভাবে দলে ছিলেন। কিন্তু সাদা পোশাকের ক্রিকেট তাকে প্রায় ভুলেই বসেছিলেন নির্বাচকরা। কিন্তু দুই বছর পর ডাক মিলতেই যোগ্যতার পরিধিটা আরো একবার দেখিয়ে দিলেন মোহাম্মদ হাফিজ। ব্যাট হাতে জবাব দিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দিকে এসে নাটকীয়ভাবে ডাক পেয়েছিলেন। আর রোববার একাদশেও জায়গা পেয়ে সুযোগটা বেশ কাজে লাগালেন। ৩৮ পেরিয়ে যাওয়া হাফিজ তুলে নিয়েছেন অসাধারণ এক শতরান।
সব মিলিয়ে দুবাই টেস্টে অজিদের বিপক্ষে পাকিস্তানের প্রথম দিনটা ভালই কেটেছে। দিন শেষে তারা তুলেছে ৩ উইকেট ২৫৫ রান।
টস জিতে ব্যাট করতে নানামার সিদ্ধান্তটা নেয় পাকিস্তান। এরপর ইমাম উল হক ও মোহাম্মদ হাফিজ দেখে-শুনে খেলে গেছেন। ওপেনিং জুটিতে দু’জন করেন ২০৫ রান। ইতিহাস জানাচ্ছে-১৯৬৪ সালে আব্দুল কাদির-খালিদ ইবাদুল্লাহর অজিদের বিপক্ষে ২৪৯ রানের জুটি গড়েছিলেন। অনেক দিন পর আবারো দেশটির বিপক্ষে ২০০ ছাড়ানো ওপেনিং জুটি দেখা গেল।
এরমধ্যে হাফিজ অজিদের বিপক্ষে তুলে নেন নিজের প্রথম টেস্ট শতরান। আর ইমাম উল হক করেন ৭৬। ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি করতে হাফিজ খেলেন ১৭২ বলে। অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন, পিটার সিডল ও অভিষিক্ত জন হোল্যান্ড নিয়েছেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ১ম ইনিংসে ৯০ ওভারে ২৫৫/৩ (ইমাম ৭৬, হাফিজ ১২৬, আজহার ১৮, হারিস ১৫*, আব্বাস ১*; স্টার্ক ০/৬৬, সিডল ১/২৩, লায়ন ১/৬৩, হল্যান্ড ১/৭২)।
Discussion about this post