সময়টা ভাল যাচ্ছে না তার। কিছুদিন পরপরই ইনজুরিতে পড়ছেন তামিম ইকবাল। স্বস্তি নিয়ে খেলতে পারছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তাই বলে নিজেকে মাঠের বাইরে রাখতে রাজি নন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলছেন তিনি। বুধবার প্রথম ওয়ানডে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ততা না থাকলেও সংবাদ সম্মেলনে হাজির থাকলেন।
কোমরের চোটে ভোগা তামিমকে নিবিড় পর্যবেক্ষণে আছেন। টিম ম্যানেজার নাফিস ইকবাল জানালেন মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন থাকায় বিশ্রাম করে কাটালেন তামিম। কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনের জন্য আসেন ওয়ানডে অধিনায়কক।
সেখানেই তামিম জানালেন তার শারীরিক অবস্থার আপডেট। অধিনায়ক বলেন, ‘আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়া ভালো। তবে এটা বলবো না পুরোপুরি শতভাগ। কালকে খেলার পর বুঝতে পারবো কি অবস্থা। এখন পর্যন্ত যা আছে তাতে আমি আগামীকাল খেলবো।’
৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশ। যেখানে শতভাগ ফিট না থাকলেও তামিম খেলবেন। সংবাদ সম্মেলনের শেষ দিকে তামিম আরও বলেন, ‘আমি দেখতে চাই আমি কতটুকু মানিয়ে নিতে পারছি, আর পারছি না। কিন্তু আমি এমন কাজ করবো না যাতে দল ভুক্তভোগী হয়। আমি সবসময় বলি ব্যক্তি খেলোয়াড় থেকে দল সবেচেয়ে আগে। এখন মনে হচ্ছে আমি আগামীকালের জন্য প্রস্তুত। খেলার সময় যদি অনুভব করি, আমি প্রস্তুত না অথবা ঝুঁকি হতে পারে এমন কিছু তাহলে আমি ও মেডিকেল বিভাগ মিলে সিদ্ধান্ত নেব। এখন আমি ফিট আগামীকালের জন্য, দেখা যাক কী হয়।’
তার আগে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমি কারও মেডিকেল হিস্ট্রি নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি না। সেদু’দিন অনুশীলন করেছে। এখন পর্যন্ত ভালো। রিকভার করছে কি না অনুশীলনের পর তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
গত মাসে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে কোমরে চোটের কারণে তামিম খেলতে পারেননি।
Discussion about this post