শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে ফেরার পথটা মসৃন হল সাকিব আল হাসানের। চোট কাটিয়ে উঠার পথে এই অলরাউন্ডার। বৃহস্পতিবার বিসিবি একাডেমি মাঠে আধা ঘণ্টার মতো রানিং করেছেন তিনি। এরপর জিম করেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে। ফিটনেস ফিরে পেতে লড়ে যাচ্ছেন তিনি।
এর আগে ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি। লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি দুটোই মিস করেছেন সাকিব। এখন নিজেকে ফিরে পাওয়ার পথে তিনি। জানালেন ‘এখন অনেক ভালো অবস্থায় আছি। যদিও এটা নিয়ে চিকিৎসকরাই ভালো বলতে পারবেন।’
তবে এখনো ব্যাটিং-বোলিং শুরু করতে পারেননি সাকিব। আঙুলের মাঝে কিছুটা ফোলা রয়েছে এখনো। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, পুরোপুরি অনুশীলনে ফিরতে তার আরো তিন-চার দিন লেগে যেতে পারে। জানান, ‘ও বোলিং দ্রুত শুরু করতে পারবে। ব্যাটিং কবে শুরু করতে পারে, সেটি হচ্ছে কথা। ৫০-৬০ ভাগ আঙুলের ভাঁজ খুলতে পারছে। শ্রীলঙ্কা নিদাহাস ট্রফিতে তাকে আশা করা যেতে পারে।’
Discussion about this post