ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হলো। ফের ক্রিকেট মাঠে সাকিব আল হাসান। ৩৭৬ দিন পর মিরপুরের হোম অব ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার। শেষ হয়েছে এই তারকা ক্রিকেটারের এক বছরের নিষেধাজ্ঞা। সোমবার মাঠেও দেখা গেল সাকিবকে।
সকাল সাড়ে নয়টায় ছিল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে রিপোর্টিং। সচেতন সাড়ে ৮টার দিকে পা রাখেন স্টেডিয়ামে। এদিনই সকাল ১০ টায় ফিটনেস টেস্টের কথা ছিল তার। কিন্তু সূচী অনুযায়ী এই পরীক্ষা হলো না সাকিবের।
এ মাসেরই তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনায় বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। তার আগে ১১৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নিচ্ছে বিসিবি। সোমবার প্রথম দিনে প্রথম গ্রুপেই ছিলেন সাকিব। মাঠে অনুশীলন করলেন তিনি। কিন্তু তার ফিটনেস পরীক্ষা হয়নি।
কারণ জানিয়ে বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার বলেন, ‘যাদের সঙ্গে সাকিবের বিপ টেস্ট হওয়ার কথা তাদের কোভিড পরীক্ষা করানো হয়নি। সাকিব দীর্ঘদিন পর ফিরেছে। ফিজিও-ট্রেনাররা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। এজন্যও একটু সময় লাগবে। বুধবার হতে পারে ওর ফিটনেস টেস্ট।’
গত মাসের শেষ সপ্তাহে এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে সাকিবের। এই তারকা ক্রিকেটার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন গত শুক্রবার। দেশে পৌঁছে কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়ে সোমবার পা রাখেন শেরেবাংলায়।
জাতীয় দলের ফিজিও জুলিয়ান কেলাফতের সঙ্গে সোমবার প্রথম সাক্ষাৎ হয়েছে সাকিবের। অবশ্য ফিটনেস টেস্ট পেছালেও বড় কোনো সমস্যা হচ্ছেনা সাকিবের। ১২ নভেম্বর হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট। তার আগে পাশ করলেই হবে!
Discussion about this post