বাংলাদেশ ক্রিকেটে বারবারই ফিক্সিং ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্ট ও বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্নীতি ঠেকানো বিসিবির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় এবার বিশেষ উদ্যোগ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের (আকসু) জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করা মার্শাল ২০১৭ সালে আকসুর দায়িত্ব নেন। এরপর শ্রীলঙ্কার ক্রিকেটে দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে আলোচনায় আসেন। তার নেতৃত্বে আইসিসি ম্যাচ ফিক্সিং সংক্রান্ত আইনে নতুন মাত্রা যোগ করে। আজ সোমবারই তিনি ঢাকায় এসে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন।
বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও কার্যকর করতে অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন ছিল। স্থানীয় টুর্নামেন্টে দুর্নীতি ঠেকানো কঠিন। তাই আমরা মার্শালকে পরামর্শক হিসেবে নিয়েছি।’
তার কাজের মধ্যে থাকবে ক্রিকেটার, কোচ ও টিম ম্যানেজমেন্টকে সচেতন করা, আকুর বর্তমান কাঠামো পুনর্বিন্যাস করা এবং ঘরোয়া টুর্নামেন্টে দুর্নীতি প্রতিরোধের কার্যকর কৌশল তৈরি।
আইসিসিতে দায়িত্ব পালনকালে সানাথ জয়াসুরিয়া তদন্তে অসহযোগিতার জন্য নিষিদ্ধ হন। একই সময়ে দুর্নীতির প্রস্তাব গোপন করায় শাস্তি পান বাংলাদেশের তারকা সাকিব আল হাসান। এছাড়া জিম্বাবুয়ের সাবেক তারকা হিথ স্ট্রিকও তার আমলে ৮ বছরের জন্য নিষিদ্ধ হন।
Discussion about this post