ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। নতুন করে ফের আলোচনার মুখে বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি টি-টুয়েন্টি ক্রিকেট লিগ। একদিন আগেই ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স এসোসিয়েশন (ফিকা) জানিয়েছে বিপিএলে খেলা তিন ক্রিকেটার ও একজন কোচের পারিশ্রমিক বকেয়া আছে।
এর জবাবে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। গহত সোমবার আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা প্রকাশ করেছে তাদের বার্ষিক প্রতিবেদন। সেখানেই দেখা গেছে বেতন নিয়ে ঝামেলা থাকা তালিকাভুক্ত ৬টি লিগের মধ্যে আছে বিপিএল।
বিশ্বজুড়ে যেসব ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হয় তারমধ্যে এক তৃতীয়াংশের বেশি ক্রিকেটারের তাদের পারিশ্রমিক পেতে দেরি হয় কিংবা পাচ্ছে না। ফিকা যে ছয়টি টুর্নামেন্টের নাম নিয়েছে সেসব হলো-গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা, আবুধাবি টি-টেন, কাতার টি-টেন, ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম ও মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর একমাত্র প্রতিষ্ঠিত লিগ বিপিএলএই তালিকায় রয়েছে।
সন্দেহ নেই ব্যাপারটা বিব্রতকর বিসিবির জন্য। এ অবস্থায় ফিকার তথ্যকে বিসিবি বলছে- ভুল ও বিভ্রান্তিকর। তারা জানিয়েছে, পারিশ্রমিক বঞ্চিতের সংখ্যাটা খুব বড় নয়। ষষ্ঠ আসরে খেলা তিন ক্রিকেটার ও একজন কোচেরই শুধু পারিশ্রমিক বকেয়া আছে।
সবশেষ ২০১৮-১৯ বিপিএলে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, আফগানিস্তানের গুলবাদিন নাইব, পাকিস্তানের সোহেল তানভীর এবং কোচ ওয়াকার ইউনিসের পুরো অর্থ পরিশোধ করেনি ফ্রাঞ্চাইজি সিলেট সিক্সার্স।
এরপর এই তিন ক্রিকেটার ও কোচ তাদের ফ্র্যাঞ্চাইজি এমন কী বিসিবির সঙ্গে যোগাযোগ করেও অর্থ পাননি।
তারপরই বিষয়টা চলে যায় ফিকার কাছে। বিসিবি মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ২০১৮ সালের বিপিএলে ১৭০ দেশি ও বিদেশি খেলোয়াড়, কোচ ও সাপোর্টিং স্টাফ অংশ নেয়। এখানে প্রায় সবাই পারিশ্রমিক পেলেও একটি নির্দিষ্ট ফ্রাঞ্চাইজির চারজন পারিশ্রমিক পায়নি। এ কারণেই এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা মনে করে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘দেখুন, এটি অবশ্যই উদ্বেগের কারণ। আমরা খুব গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি। বিসিবি বিপিএলের সঙ্গে জড়িত। খুব দ্রুত পারিশ্রমিক পরিশোধ করবো। যে ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক বকেয়া রেখেছেন তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশনে যাবো আমরা।’
Discussion about this post