প্রথমবারের মতো আয়োজন। ইতিহাসে নিজেদের নাম লেখানোর সুযোগ ছিল। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারল না বাংলাদেশের মেয়েরা। ফাইনাল জমলই না। বাংলাদেশ ব্যাটিংয়ে ফ্লপ। তার পথ ধরে ভারতের কাছে ফাইনালে হার মানল।
মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম আসরের ফাইনালে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আজ রোববার কুয়ালালামপুরে ১১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ বল বাকি থাকতেই ৭৬ রানে অলআউট বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্ব আর সুপার ফোর মিলিয়ে এই ভারতের বিপক্ষেই হেরেছিল বাংলাদেশ। ফাইনালেও তাদের সঙ্গে পেরে উঠল না বাংলাদেশের মেয়েরা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১১৭/৭ (তৃষা ৫২, কামালিনি ৫, সানিকা ০, প্রাসাদ ১২, ঈশ্বরি ৫, ভিনোদ ১৭, শুক্লা ১০, জোশিথা ২*, শাবনাম ৪*; নিশিতা ৪-০-২৩-২, ফারজানা ৪-০-৩১-৪, আনিসা ৪-০-১২-০, হাবিবা ৪-০-২০-১, ফাহমিদা ৪-০-৩০-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৮.৩ ওভারে ৭৬/১০ (ফাহমিদা ১৮, ঈভা ০, সুমাইয়া ৮, জুয়াইরিয়া ২২, সুমাইয়া ৪, সাদিয়া ৫, মাওয়া ৩, হাবিবা ১, ফারজানা ৫*, নিশিতা ১, আনিসা ০; শাবনাম ২-০-৮-০, জোশিথা ২-০-১১-১, সিসোদিয়া ৩-০-১২-২, শুক্লা ৩.৩-০-১৭-৩, ভিনোদ ১-০-৫-০, ইয়াদাভ ৪-০-১৩-২, তৃষা ৩-০-১০-০)
ফল: ভারত ৪১ রানে জয়ী
ম্যাচসেরা: গোঙ্গারি তৃষা
Discussion about this post