সহজ সমীকরণের সামনে দাড়িয়েছিল ঢাকা ডায়নামাইটস। জিতলেই সোজা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের টিকিট। স্বস্তির ব্যাপার ছিল হারলে আরেকটি সুযোগ ছিল সামনে। সাকিব আল হাসানের দল প্রথমটিই বেছে নিয়েছে। মঙ্গলবার খুলনা টাইটান্সের বিপক্ষে ৫৪ রানের জয় দিয়ে ফাইনালে উঠে গেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।
তবে খুলনা টাইটান্স ফাইনালে উঠার আরেকটি সুযোগ পাচ্ছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী কিংসকে মঙ্গলবার হারালেই ফাইনালে উঠে যাবে। এইতো মঙ্গলবার এলিমিনেটরে চিটাগং ভাইকিংসকে ৩ উইকেটে হারিয়ে দলটি রাজশাহী প্রথম বাধা পেরোয়।
মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে ঢাকা ডায়নামাইটস। আন্দ্রে রাসেলের ২৫ বলে ৪৬ ও ডোয়াইন ব্রাভোর ২৩ রান করেন। জবাব দিতে নেমে ১৬.২ ওভারে মাত্র ৮৬ রানে অলআউট খুলনা টাইটান্স। ডোয়াইন ব্র্যাভো নেন ১০ রানে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৪০/৮ (মারুফ ৭, লুইস ১১, সাঙ্গাকারা ৯, নাসির ১৩, সাকিব ১৮, মোসাদ্দেক ৮, রাসেল ৪৬; জুনায়েদ ৪/২৪, শুভাগত ০/৮, হাওয়েল ১/৩৫, ফ্লেচার ২/২২)
খুলনা টাইটানস: ১৬.২ ওভারে ৮৬/১০ (ফ্লেচার ২৮, হাসান ৫, মাহমুদউল্লাহ ৫, আরিফুল ১৪, শুভাগত ৮; জায়েদ ১/২০, রাসেল ৩/১৬, সাকিব ১/২২, সানজামুল ১/৯, মোসাদ্দেক ১/৩, ব্রাভো ৩/১০)
ফল: ঢাকা ৫৪ রানে জয়ী।
ম্যাচসেরা: আন্দ্রে রাসেল
Discussion about this post