টাইব্রেকারে দুটি শট আটকে আর্জেন্টিনাকে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেলেন গোলকিপার সার্জিও রোমেরো। নেদারল্যান্ডসের স্বপ্ন ভেঙ্গে টাইব্রেকারে ৪-২ গোলে জিতল লিওনেল মেসির দল।
১৩ জুলাই মারাকানায় বিশ্বকাপ ফুটবলের ফাইনালে শিরোপা জন্য আর্জেন্টিনা লড়বে জার্মানির সঙ্গে। এর আগের দিন তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে ডাচদের প্রতিপক্ষ ব্রাজিল। স্বাগতিকদের ৭-১ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছিল জার্মানরা।
বুধবার সাও পাওলোর আরেনা দে সাও পাওলোয় ম্যাচের ৯০ মিনিট সমান তালেই লড়েছে দুই দল। কিন্তু গোল পায়নি আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও গোলশুন্য।
খেলা গড়ায় টাইব্রেকারে। এখানে রুন ভ্লার এবং ওয়েসলি স্নেইডারের শট আটকে দেন আর্জেন্টাইন গোলকিপার রোমেরো। আর্জেন্টিনার হয়ে গোল করেন মেসি, গ্যারায়, আগুয়েরো এবং রদ্রিগুয়েজ।
তাতেই মেসির দল পেয়ে যায় স্বপ্নের ফাইনালের টিকিট। আর্জেন্টিনা সর্বশেষ ফাইনালে উঠেছিল ১৯৯০ সালে, ইতালি বিশ্বকাপে। ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে। এবার মেসির।
১৩ জুলাই লাতিন আমেরিকার সঙ্গে ইউরোপের শ্রেষ্টত্বের লড়াই!
Discussion about this post