হিসেবের ছক উল্টে দিতে পারেনি অ্যাতলেটিকো মাদ্রিদ। ফাইনালে এক পা দিয়েই রেখেছিল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে টিকিট পেয়ে গেল সান্টিয়াগো বার্নাব্যুর এই ক্লাব। রেকর্ড ১৫ বারের মতো ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। এবার তাদের শিরোপা ধরে রাখার মিশন।
বুধবার অবশ্য সেমির দ্বিতীয় লেগে হারে জিদান-রোনালদোর দল। ২-১ গোলে জিতে আতলেতিকো। কিন্তু দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠল রিয়াল। ম্যাচে সাউল নিগুয়েজ আর অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে ২-০ গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। কিন্তু ইসকোর গোল স্বস্তি এনে দেয় রিয়াল সমর্থকদের মনে।
বার্নাব্যুতে নিজেদের মাঠে প্রথম লেগে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতেছিল ফেভারিটরা। তাইতো ফাইনালে যেতে চার গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল অ্যাতলেটিকোর। কিন্তু জিতলেও সেটা করে দেখানো হয়নি।
রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়নরা ফাইনালে পাচ্ছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে। মোনাকোর স্বপ্ন ভেঙ্গে আগের দিনই ফাইনালে উঠেছে তারা। এবার শিরোপার লড়াই। আগামী ৩ জুনের ফাইনালে ইউরোপসেরার লড়াইয়ে লড়বে রিয়াল-জুভ। হতাশ হতেই পারে অ্যাতলেটিকো। ম্যাচটা জিতেও ফাইনালে যেতে পারল না তারা। ৩ জুন কার্ডিফে প্রথমবারের মতো নিজেদের শিরোপা ধরে রাখার লড়াই রোনালদোদের। ১৯৯৮ সালে তুরিনোর ওল্ড লেডিকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছিল রিয়াল।
Discussion about this post