অল এশিয়ান ফাইনাল। রোববার টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৭টায়।
এই ম্যাচ খেলার আগে দারুন আÍবিশ্বাসী ভারত। কেননা, বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল যে তারাই। বিরাট কোহলি একাই যেন এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে। সঙ্গে সময় মতো ঝলসে উঠেছেন রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, যুবরাজ, সুরেশ রায়না, রবিচন্দন অশ্বিন, অমিত মিশ্র এবং মহেন্দ্র সিং ধোনি।
শিরোপা জিততে তৈরি ভারত। দলের সেরা পারফরমার বিরাট কোহলি বলিছেলেন, ’ওরা অবশ্যই ভাল দল। তবে আমরাও প্রস্তুত। প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতার সময় দলে ছিলাম না। এবার শিরোপা জয়ের সাক্ষী হতে চাই।’
অন্যদিকে শ্রীলঙ্কার জন্য এটা ভিন্ন এক আবেগের ম্যাচ। এই লড়াই দিয়ে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন দুই সেরা তারকা মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারা। দুই গ্রেট শিরোপা জিতে শেষ করতে তৈরি।
টি টুয়েন্টির ইতিহাসে এখন পর্যন্ত ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে ৫ বার। ভারত জিতেছে তিনটি ম্যাচ। শ্রীলঙ্কার জয় দুটিতে।
এবার সেটা সমান করতে প্রস্তুত লঙ্কানরা। শনিবার অধিনায়ক লাসিথ মালিঙ্গা বলছিলেন, ‘দেখুন আমরা জানি এটা ফাইনাল। কিন্তু অন্য সব টি-টুয়েন্টি ম্যাচের মতোই দেখছি। তাতে চাপটাও কম পড়ছে। আরেকটা কথা জানিয়ে রাখছি-শিরোপা নিয়ে দেশে ফিরতে চাই আমরা।’
এর আগে ২০০৭ সালে প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। ফের ট্রফি জেতার হাতছানি তার সামনে।
Discussion about this post