ক্রিকবিডি২৪ডটকম
শ্রীলঙ্কাকে ডাকওয়ার্থ ও লুইস ম্যাথডে ৮১ রানে হারিয়ে ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনালে উঠে গেছে ভারত। ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংই জয়ের পথ প্রশস্ত করে দেয় তাদের। ডানহাতি এই মিডিয়াম পেসারের বোলিং ফিগারটা দেখুন ৬-১-৮-৪! ইর্ষনীয়!
ম্যাচে টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। পোর্ট অব স্পেনে অবশ্য তেমন সাবলীলভাবে খেলতে পারছিলেন না ভারতীয় ব্যাটসম্যানরা। শিখর ধাওয়ান ফিরে যান ১৫ রানে। ৩১ রান আসে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। দিনেশ কার্তিক ১২ রান করতেই রঙ্গনা হেরাথের বলে বোল্ড হয়ে ধরে সাজঘরের পথ। ৪৮ রানে রোহিত শর্মা ও ৪ রানে সুরেশ রায়না ছিলেন অপরাজিত।
খেলায় যখন ২৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারত ১১৯ রান তুলে তখনই নেমে আসে অঝোর ধারার বৃষ্টি। বৃষ্টির কারনে খেলা বন্ধ থাকে সাড়ে চারঘন্টা। এরপর নতুন করে খেলা শুরু করতে নিয়ম অনুযায়ী সাহায্য নিতে হয় ডাকওয়ার্থ ও লুইস ম্যাথডের। যেখানে শ্রীলঙ্কার সামনে ২৬ ওভারে জয়ের লক্ষ্য দাড়ায় ১৭৮ রান। কিন্তু ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পড়ে ২৪.৪ ওভারে ৯৬ রান তুলেই অলআউট হয়ে যায় তারা।
বোনাস পয়েন্ট নিয়ে ম্যাচ জিতে ফাইনালে ওঠে গেল ভারত। বৃহস্পতিবার শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে এই শ্রীলঙ্কারই।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ২৯ ওভারে ১১৯/৩ (রোহিত ৪৮, ধাওয়ান ১৫, কোহলি ২১; হেরাথ ২/৩২)
শ্রীলঙ্কা: ২৪.৪ ওভারে ৯৬/১০ (চান্দিমাল ২৬, মেন্ডিস ১৩; ভুবনেশ্বর ৪/৮, জাদেজা ২/১৭, শর্মা ২/ ১৭)
ফল: ডাকওয়ার্থ ও লুইস ম্যাথডে শ্রীলঙ্কা ৮১ রানে জয়ী
ম্যাচ সেরা: ভুবনেশ্বর কুমার
Discussion about this post