ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সম্ভঅবনা জাগিয়েও জিততে পারল না মধ্যাঞ্চল। শামসুর রহমানের সেঞ্চুরি ও নাসুম আহমেদের হাফ সেঞ্চুরির পর লড়াই করেন ফরহাদ রেজা ও শফিউল ইসলাম। তাদের দাপটে হার বাঁচাল দক্ষিণাঞ্চল। এই সাফল্যে অষ্টম বিসিএলের ফাইনালের উঠে গেল তারা। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পঞ্চম শিরোপার জন্য মাঠে নামবে তারা। প্রতিপক্ষ পূর্বাঞ্চল।
সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচটি ড্র হয়।
সামনে ছিল বড় লক্ষ্য। ৫০৭ রান, ফাইনালের স্বপ্ন দেখাচ্ছিল দক্ষিণাঞ্চলকে। শামসুর ও ‘নাইটওয়াচ ম্যান’ হিসেবে নামা নাসুম লড়াই করেন। ৭২ বলে পঞ্চাশ করে শামসুর, ১৭৮ বলে সেঞ্চুরি পূরণ করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ২০তম সেঞ্চুরি তার। ২৩০ বলে ১৮ চার ও এক ছক্কায় ১৩৩ রান তুলেন শামসুর।
২৪৬ বলে ৯ চার ও এক ছক্কায় ৮৫ রান করেন নাসুম। এরপর ফরহাদ রেজা ও শফিউল লড়েন।৯১ বলে ২৭ রান নিয়ে ফরহাদ ও ২৬ বলে ১ রানে শফিউল অপরাজিত থাকেন।
মধ্যাঞ্চলের হয়ে চার উইকেট শিকার করেন মিরাজ। তিনটি শুভাগত হোমের। তবে ম্যাচ সেরা নাসুম।
দক্ষিণাঞ্চল ১৯.৮৯ পয়েন্ট পেয়ে ষষ্ঠবারের মতো ফাইনালে। ২৩.৪৭ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী পূর্বাঞ্চল। শনিবার শিরোপা ফাইনাল ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর-
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৮২.২ ওভারে ২৩৫/১০
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ২৮.২ ওভারে ১১৪/৪ ইনিংস ঘোষণা
মধ্যাঞ্চল ২য় ইনিংস: ১০৭ ওভারে ৩৮৫/৮ ইনিংস ঘোষণা
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: (শামসুর রহমান ১৩৩, নাসুম ৮৫, সোহান ৮, মেহেদি হাসান ৪, ফরহাদ রেজা ২৭*, রাজ্জাক ৪, শফিউল; ১*; ইরফান ১১-৪-১৬-০, মুস্তাফিজ ২১-৪-৪৮-১, মিরাজ ৫২-১৫-১৩৬-৪, আরাফাত সানি ৩৩-৩-১১৮-১, শুভাগতভ ২৪-৬-৫৯-৩, সাইফ ৩-১-২-০)
ফল: ম্যাচ ড্র
ম্যাচসেরা: নাসুম আহমেদ
Discussion about this post