চোটের কারণে ম্যাচটাতে খেলতে পারেন নি তামিম ইকবাল। তবে ঠিকই তার দল পেয়ে গেছে ফাইনালের ঠিকানা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে করাচি কিংসকে ১৩ হারিয়ে ফাইনালে উঠে যায় পেশাওয়ার জালমি। কামরান আকমলের ঝড়ো ব্যাটিংয়ে পথ খুঁজে নেয় দলটি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচটি ২০ ওভার থেকে কমে ১৬ ওভার করা হয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান তুলে পেশাওয়ার। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ১৫৭ রান করে করাচি।
টস জিতে পেশোয়ারকে ব্যাটিং করতে পাঠান করাচির অধিনায়ক মোহাম্মদ আমির। তামিমনা থাকায় কামরান আকমল ও আন্দ্রে ফ্লেচার ব্যাটিংয়ের সূচনা করেন। দুজনে মিলে গড়েন শতরানের জুটি। ফ্লেচার ৩০ বলে ৩৪ রান আর আকমল মাত্র ২৭ বলে ৭৭ রানের টর্নেডাো ইনিংস খেলেন। ছিল পাঁচটি চার ও আটটি ছয়ের সমাহার।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না করাচির। যদিও দ্বিতীয় উইকেটে বাবর আজম ও ডেনলি ১১৭ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে রাখেন। ৬৩ রান করে বাবর আজম ফিরেন ডেনলি ৭৯ রানে অপরাজিত ছিলেন।
২৫ মার্চ ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে পেশোয়ার। ফিটনেস ফিরে পেলে একাদশে হয়তো থাকবেন তামিম।
Discussion about this post