ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ভেন্যু যে পাল্টে যাচ্ছে তেমন ইঙ্গিত ছিল আগেই। কারণ লন্ডনের করোনা পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছিল না। এ অবস্থায় পাল্টে গেল ফাইনালের ভেন্যু। বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন- লর্ডস নয়, সাউদাম্পটনের এজিয়েস বোলে হবে টেস্ট শ্রেষ্ঠত্বের ফাইনাল।
নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখে আগেই। ইংল্যান্ডকে সর্বশেষ টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে হারিয়ে টেস্ট ফাইনালে উঠে যায় ভারত। তবে সেই ফাইনালের ভেন্যু কোথায়-তা নিয়ে চলছিল আলোচনা। ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডস নাকি অন্য কোথাও?
এনিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিছু জানায়নি। কিন্তু বিসিসিআই প্রধান জানিয়ে দিলেন ফাইনালের ভেন্যু। জানালেন, নিজে সেখানে উপস্থিত থাকবেন ফাইনালে।
এমনিতে ইংল্যান্ডে কোভিড পরিস্থিতি আশঙ্কাজনক। সবার আগে টিকাকরণ হলেও নতুন স্ট্রেনের প্রকোপে অবস্থা খারাপের দিকে। লন্ডন শহরের অবস্থা খুবই খারাপ। এ কারণেই বাদ পড়ল লর্ডসের নাম। সাউদাম্পটনেই ফাইনাল। সৌরভ বলেন, ‘সাউদাম্পটনেই হবে ফাইনাল। অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল। কারণ করোনার কারণে লন্ডনে হোটেলগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল। এ কারণেই করোনা পরবর্তী সময়ে সেখানেই অনেক ম্যাচ খেলেছে ইংল্যান্ড।’
১৮ জুন শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি হবেন বিরাট কোহলি-কেন উইলিয়ামসন। সেই লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
Discussion about this post