ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রেফ নিয়মরক্ষার ম্যাচেও দুর্দান্ত দাপট বাংলাদেশের। দলে চারটি পরিবর্তনের প্রভাব পড়েনি পারফরম্যান্সে। বরং আরেকটি অনায়াস জয় তুলে নিয়েছে টাইগাররা। আয়ারল্যান্ডকে উড়িয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।
ত্রিদেশীয় সিরিজে বুধবার আইরিশদের বিপক্ষে ৪২ বল হাতে রেখেই বাংলাদেশ তুলে নিয়েছে ৬ উইকেটের সহজ জয়। ৪২ বল বাকী থাকতেই জয়ের বন্দরে নোঙর করে টাইগাররা।
যদিও বড় একটা লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল আয়ারল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিকরা করে ৫০ ওভারে ৮ উইকেট ২৯২ রান। জবাবে নেমে ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ দল।
ডাবলিনে ব্যাটিং উইকেটে অবশ্য শুরুতে প্রতিপক্ষকে চেপে ধরেছিল বাংলাদেশ। মনে হচ্ছিল টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভুল করেছে আইরিশরা। কিন্তু এরপরই দুইবার জীবন পেয়ে কাজে লাগালেন পল স্টার্লিং। ৫৭ ও ৫৮ রানে প্রাণ ফিরে পেয়ে করলেন সেঞ্চুরি। তৃতীয় উইকেটে উইলিয়াম পোর্টারফিল্ডের সঙ্গে গড়ে তুলেন দেড়শ ছাড়ানো জুটি।
সাকিবের এক ওভার দেন ২৩ রান। এটিই ওয়ানডেতে সাকিবের সবচেয়ে খরুচে ওভার।
শেষ পর্যন্ত স্টার্লিং করেন ১৩০। আর পোর্টারফিল্ড ৯৪ রানে ফিরেন সাজঘরে।
কিন্তু তাদের ছাপিয়ে নজর কাড়লেন আবু জায়েদ চৌধুরী রাহী। অভিষেকে উইকেট পাননি। কিন্তু বুধবার এই পেসার ৫৮ রানে নেন ৫ উইকেট। বুঝিয়ে দেন ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে প্রস্তুত তিনি। সাইফ নেন ২ উইকেট। দলে ফিরে রুবেল হোসেন নিয়েছেন এক উইকেট।
এরপর জবাবে নেমে অনায়াসেই লক্ষ্যপূরণ করে টাইগাররা। তামিম ইকবাল ও লিটন দাস গড়েন ১১৭ রানের উদ্বোধনী জুটি। তামিম ফেরেন ৫৭ রানে। আর লিটন থামেন ৭৬ রান তুলে। এরপর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন সাকিব। করেন হাফসেঞ্চুরি। শেষদিকে মাহমুদউল্লাহ ৩৫ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২৯২/৮ (স্টার্লিং ১৩০, ম্যাককলাম ৫, বালবার্নি ২০, পোর্টারফিল্ড ৯৪, ও’ব্রায়েন ৩, অ্যাডায়ার ১১, উইলসন ১২, ডকরেল ৪, ম্যাককার্থি ১* আবু জায়েদ ৫/৫৮, রুবেল ১/৪১, সাইফ ২/৪৩, মোসাদ্দেক ০/৩২, সাকিব ০/৬৫, মাশরাফি ০/৪৭)
বাংলাদেশ: ৪৩ ওভারে ২৯৪/৪ (তামিম ৫৭, লিটন ৭৬, সাকিব ৫০ আহত অবসর, মুশফিক ৩৫, মাহমুদউল্লাহ ৩৫*, মোসাদ্দেক ১৪, সাব্বির ৭*; অ্যাডায়ার ১/৫২, ম্যাককার্থি ১/৬১, লিটল ০/৬৭, রেনকিন ২/৪৮, ডকরেল ০/৫৭)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আবু জায়েদ রাহী।
Discussion about this post