আসছে আগস্টে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিরিজটি স্থগিত করেছে ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে-এ সফর এখন হবে ২০২৬ সালের সেপ্টেম্বরে।
ভারতের এই সিদ্ধান্তে আগস্ট ও সেপ্টেম্বরের শুরু পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচহীন সময় কাটাতে হবে টাইগারদের। ফলে এশিয়া কাপের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে না বাংলাদেশ।
ভারতের অনুপস্থিতিতে এখন অন্য দেশের বিপক্ষে সিরিজ আয়োজনে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনা চলছে আয়ারল্যান্ডের সঙ্গে। বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, আগামী মাসের শেষ দিকে একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি।
এদিকে সিরিজ আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে স্কিল ও ফিটনেস ক্যাম্প করার পরিকল্পনাও রয়েছে। বিসিবির কিছু পরিচালক জানিয়েছেন, খেলোয়াড়দের ফর্ম ধরে রাখতে অন্তত ঘরোয়া প্রস্তুতি চালিয়ে যাওয়াই হবে লক্ষ্য।
পাকিস্তান সিরিজ জয়ের পর টাইগাররা এখন ছুটিতে। কেউ পরিবারে সময় কাটাচ্ছেন, কেউ দেশের বাইরে। প্রধান কোচ ফিল সিমন্সও ছুটিতে, তিনি ১৫ আগস্ট ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। তাই আগস্টের প্রথমভাগে দলের কোনো কার্যক্রম থাকছে না।
বাংলাদেশ দলের সামনে পরবর্তী বড় আসর এশিয়া কাপ। তবে এসিসি এখনও আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি। গণমাধ্যমে প্রচারিত সূচি অনুযায়ী, আসর শুরু হওয়ার কথা ৫ সেপ্টেম্বর এবং ফাইনাল ২১ সেপ্টেম্বর। ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে ৭ তারিখে।
এই অবস্থায় নতুন কোনো সিরিজ না হলে এশিয়া কাপ পর্যন্ত ‘ম্যাচ ফ্রি’ থাকবে বাংলাদেশ দল।
Discussion about this post