ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরোয়া দাপট ধরে রেখেছেন ফরহাদ রেজা। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে আটপ নম্বরে নেমেও সেঞ্চুরি পেলেন এই ব্যাটসম্যান। তার দাপটে দক্ষিণাঞ্চল পেয়েছে সাড়ে চারশ ছাড়ানো পুঁজি। এরপর ব্যাটিংয়ে নেমে রোববার দ্বিতীয় দিন শেষে চাপে আছে পূর্বাঞ্চল।
বিসিএলের ফাইনালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে পূর্বাঞ্চল তুলল ৩ উইকেটে ৩৯ ওভারে ১১০ রান। উইকেটে আছেন মাহমুদুল হাসান (২১)। দলটি এখনো পিছিয়ে ৩৭৬ রানে।
এর আগে সকালে ৬ উইকেটে ৩০৫ রান নিয়ে শুরু করে দক্ষিণাঞ্চল। তারা অলআউট হয় ৪৮৬ রানে। ফরহাদ রেজা চমক দেখিয়ে অপরাজিত ১০৩ রানে। ১৮৬ বলের ১০ চার ও ৫ ছক্কায় এই ইনিংস খেলেন তিনি।
শামসুর রহমানকে নিয়ে বেশ লড়েন ফরহাদ রেজা। ১৬২ বলে ১০ চারে ৭৯ রান তুলেন শামসুর। শেষ হয় ৯৪ রানের জুটি। ফরহাদ অর্ধশতক করেন ১০৭ বলে। ১৭৩ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি।
এরপর দুই ওপেনার পিনাক ঘোষ ও আশরাফুলের ব্যাটে শুরুটা মন্দ ছিল না পূর্বাঞ্চল। গড়েন ৬৩ রানের জুটি। আশরাফুল ২৮ ও পিনাক ৩৮।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণাঞ্চল ১ম ইনিংসঃ ১৩৯ ওভারে ৪৮৬/১০ (ফজলে মাহমুদ ৮৬, এনামুল ৭৬, আল আমিন ৩৯, শামসুর ৭৯, মাহমুদউল্লাহ ১, সোহান ১৮, মেহেদি ৩৬, ফরহাদ রেজা ১০৩*, রাজ্জাক ৭, শফিউল ৩০, আল আমিন ০; রুয়েল ২১-৪-৮৬-২, আবু হায়দার ২৩-২-৬০-১, হাসান ১৮-৩-৬৫-০, মাহমুদুল ২৭-১-১২৬ -০, সাকলাইন ৩২-৬-৭৮-২, আফিফ ১২-১-৫১-১, আশরাফুল ৬-৩-১৩-২)।
পূর্বাঞ্চল ১ম ইনিংসঃ ৩৯ ওভারে ১১০/৩ (পিনাক ৩৮, আশরাফুল ২৮, মাহমুদুল ২১*, ইমরুল ২২, আফিফ ০*; শফিউল ৯-১-৩৪-১, আল আমিন ৮-১-২২-০, রাজ্জাক ১৪-২-৩৪-২, মেহেদী ৮-১-১৯-০)।
Discussion about this post