বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন চলছে চট্টগ্রাম পর্বের খেলা। বন্দরনগরী থেকে এরপর ফের বিপিএল ফিরবে ঢাকায়। তার আগেই রংপুর রাইডার্সের বাজিমাত। টানা ৮ ম্যাচে জয় তুলে নেয়া অপরাজিত থেকে সবার আগে প্লে-অফে জায়গা করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল।
বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে মিশন শুরু রংপুরের। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাদের। পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারায়। তারপর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল উড়িয়ে দেয় তারা। এরপরই সিলেট, ঢাকা ও বরিশালকেও হারায় রংপুর।
চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে হারিয়ে প্লে অফ নিশ্চিত ওঠেছে রংপুর। আট ম্যাচের জয় তুলে নিয়ে ১৬ পয়েন্ট নিয়ে নিয়ে শীর্ষে তারা। সামনে আআরও চার ম্যাচ আছে, যা হারলেও সমস্যা নেই। দল জায়গা করে নিয়েছে প্লে-অফে।
বিপিএলের টেবিলে দুইয়ে ফরচুন বরিশাল। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট তুলেছে তামিম ইকবালের দল।
৬ ম্যাচ খেলে সমান ৮ পয়েন্ট নিয়ে তিনে চট্টগ্রাম কিংস। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে দুর্বার রাজশাহী। এরপর যথাক্রমে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স। প্লে অফের চতুর্থস্থানের জন্য লড়ছে রাজশাহী ও টাইগার্স।
৮ ম্যাচে ১ জয় তুলে নিয়ে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে ঢাকা ক্যাপিটালস।
Discussion about this post