আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মুল পর্ব থেকে ছিটকে যাওয়ার দুঃখ কিছুটা হলেও ভুলতে পারল বাংলাদেশ। কেননা, বৃহস্পতিবার আরব আমিরাতে প্লেট গ্রুপের ট্রফি জিতে নিল যুবারা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৭৭ রানের অনায়াসে হারিয়ে প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এনিয়ে চারবার এই ট্রফি জিতল জুনিয়র টাইগাররা।
ফাইনালে বাংলাদেশ ৪৭ ওভারে ২২৩ রানে অল আউট হয়। জবাবে ৫০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তুলেই শেষ নিউজিল্যান্ড।
ওপেনার সাদমান ইসলাম আউট হয়ে যান ৯৭ রানে। এবারের টুর্নামেন্টে ছয় ম্যাচে তার রান ৪০৬। সেঞ্চুরি একটি, হাফসেঞ্চুরি দুটি। ইর্ষনীয় গড় ১০১.৫০।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২২৩/১০, ৪৭ ওভার (সাদমান ৯৭, লিটন ৭৯, ইয়াসির ১৫; র্যান্ডেল ২/২২, ওয়াটসন ২/৪৯)।
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ : ১৪৬/৯, ৫০ ওভার (র্যান্ডেল ৫১*, হিকস ২৩, কলিয়ার ১৬; মোসাদ্দেক ৪/২৩, নিহাদুজ্জামান ২/৩১)।
ফল : বাংলাদেশ ৭৭ রানে জয়ী এবং প্লেট চ্যাম্পিয়ন।
ম্যাচসেরা : সাদমান ইসলাম।
Discussion about this post