ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বোলিং দাপটে প্রতিপক্ষকে মাত্র ১৪৭ রানে গুটিয়ে দেওয়ার পর, ব্যাটিংয়ে বিপর্যয়ের মাঝেও সামিউন বাশারের ঝড়ো হাফসেঞ্চুরিতে ৫ উইকেটের সহজ জয় পায় টাইগার যুবারা।
হারারেতে টস জিতে আজ প্রথমে ফিল্ডিং নেয় বাংলাদেশ। শুরুতেই উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেয় প্রোটিয়াদের। নিজের প্রথম ওভারেই অধিনায়ক জেসন রোয়েলসকে আউট করে শুরুটা করেন বাঁহাতি স্পিনার সানজিদ মজুমদার। পরে আরও দুইবার আঘাত করে মাত্র ৪৫ রানেই প্রতিপক্ষের ৫ ব্যাটারকে ফেরত পাঠাতে সহায়তা করেন তিনি।
পল জেমস (৩৩) কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বড় জুটি গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪০.২ ওভারে অলআউট হয় তারা।
১৪৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ১২ রানেই প্রথম উইকেট, এরপর একে একে সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে দল। ওপেনার রিফাত বেগ ৪৭ বলে ৪৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন, কিন্তু সেখানেও ধাক্কা আসে।
তখনই দৃঢ়তা দেখান সামিউন বাশার ও মোহাম্মদ আবদুল্লাহ। বাশার খেলেন ধ্বংসাত্মক ইনিংস-৩৬ বলে অপরাজিত ৫২ রান, যার মধ্যে ছিল অসংখ্য দারুণ স্ট্রোক। আবদুল্লাহ করেন ২০ রান। তাদের ৮০ রানের অপরাজিত জুটিতে ২৯.৩ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরেছিল বাংলাদেশ, এবার জিতে নিল দারুণ প্রতিশোধ। আগের ম্যাচে মাত্র ১ উইকেটের রোমাঞ্চকর জয় ছিল, এবার সেই দলকেই হারানো হলো ১২৩ বল হাতে রেখে।
Discussion about this post