একাই লড়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। মনে হচ্ছিল তার হাত ধরে আরো একটা ম্যাচ জিতে যাবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ রক্ষা হল না। ৭ চার ও ৫ ছক্কায় ৫৮ বলে ৭৭ রান করেছেন ভিলিয়ার্স। প্রোটিয়াদের ডাকওয়ার্থ ও লুইস ম্যা্থডে ২৯ রানে হারাল পাকিস্তান। টানা তিন জয়ে শেষ আটে উঠার পথ প্রস্বস্ত করল ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা।
সরফরাজ আহমেদ ওয়ানডের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে ভাগ বসালেন। নেপিয়ারের ইডেন পার্কে শনিবার ৬টি ডিসমিসাল করলেন তিনি। ওয়ানডে ইতিহাসে ১৫ বার ইনিংসে ৬টি ডিসমিসাল হল। আর ব্যাট হাতে পেলেন ৪৯ রান। ম্যাচসেরা তিনিই।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৪৬.৪ ওভারে ২২২/১০ (সরফরাজ ৪৯, শেহজাদ ১৮, ইউনুস ৩৭, মিসবাহ ৫৬, মাকসুদ ৮, আকমল ১৩, আফ্রিদি ২২, ওয়াহাব ০, সোহেল ৩, রাহাত ১, ইরফান ১*; স্টেইন ৩/৩০, মরকেল ২/২৫, অ্যাবট ২/৪৫, তাহির ১/৩৮, ডি ভিলিয়ার্স ১/৪৩)
দক্ষিণ আফ্রিকা: ৩৩.৩ ওভারে ২০২/১০ (ডি কক ০, আমলা ৩৮, দু প্লেসি ২৭, রুশো ৬, ডি ভিলিয়ার্স ৭৭, মিলার ০, ডুমিনি ১২, স্টেইন ১৬, অ্যাবট ১২, মরকেল ৬*, তাহির ০; রাহাত ৩/৪০, ওয়াহাব ৩/৪৫, ইরফান ৩/৪০)
ফল: ২৯ রানে জয়ী পাকিস্তান
ম্যাচসেরা: সরফরাজ আহমেদ।
Discussion about this post