ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
১৯৯৭ সালে বাজিমাত করেছিলেন তিনি। তিন বছর বাদে ফের আরেকটা স্বীকৃতি। করোনা সংক্রমণের এই সময়ে গৃহবন্ধী জীবনে সুখবর পেলেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হলেন হয়েছেন এই উইকেট কিপার-ব্যাটসম্যান। প্রোটিয়া ক্রিকেট বোর্ডের নারী বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন লরা ভলভার্ডট।
এবার করোনার কারণে ‘ক্রিকেট সাউথ আফ্রিকা প্রফেশনাল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান একটু ভিন্নভাবেই অনুষ্ঠিত হলো শনিবার রাতে। ভার্চুয়ালি ২০১৯-২০ মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকার সেরা পুরস্কার অনুষ্ঠানে দেয়া হয়েছে ।
বর্ষসেরার সঙ্গে টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ২৭ বছর বয়সী তারকা ডি কক। একইসঙ্গে দুই অর্জন লরা ভলভার্ডটেরও। তিনি বর্ষসেরার সঙ্গে হয়েছেন ওয়ানডের সেরা ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে দুইবার বর্ষসেরার পুরস্কার উঠেছে ডি ককের হাতে। এর আগে মাখায়া এনটিনি, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জক ক্যালিস ও কাগিসো রাবাদা দুই বার করে বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন।
সাফল্য দিয়েই সেরা হলেন ডি কক। গত মৌসুমে ৪টি টেস্ট ফিফটিতে করেছেন ৫৩৬ রান। ২৫টি ক্যাচের সঙ্গে ছিল ২টি স্ট্যাম্পিং। সব মিলিয়ে তাকে সেরা হিসেবে বেছে নেয় প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
একনজরে-
বর্ষসেরা ক্রিকেটার-
পুরুষ-কুইন্টন ডি কক
নারী-লরা ভলভার্ডট
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার- কুইন্টন ডি কক
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার-
পুরুষ-লুঙ্গি এনগিদি
নারী-লরা ভলভার্ডট
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার
পুরুষ- লুঙ্গি এনগিদি,
নারী-শাবনিম ইসমাইল
Discussion about this post