ফের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথম বিভাগে ক্রিকেট থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে ঘরোয়া ক্রিকেটের শীর্ষ লিগে উঠেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের সঙ্গী হয়েছে র্যাপিড ফাউন্ডেশন। এবারই প্রথম প্রিমিয়ারে খেলার সুযোগ পাচ্ছে তারা।
সময়ের হিসাব বলছে ২০১৭-১৮ মৌসুমের পর ফের ঢাকা প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করল অগ্রণী ব্যাংক। শনিবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিস (সিসিডিএম) নিশ্চিত করেছে এই তথ্য।
এবারের প্রথম বিভাগে সর্বোচ্চ ২৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অগ্রণী ব্যাংক। ২৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে র্যাপিড। ২০১৭-১৮ মৌসুমে শেষবার প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে এবার দাপট দেখিয়েছে।
এবার প্রিমিয়ার লিগে অংশ না নেওয়ায় প্রথম বিভাগে নেমে গেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগ থেকে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির রেলিগেশনের শঙ্কায়। এই জায়তাতেই আসছে অগ্রণী ও র্যাপিড ফাউন্ডেশন।
Discussion about this post