ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের জন্য ১৯ জনের ‘পুল’ ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিটি দল ‘পুল’ থেকে নিতে পারবে সর্বোচ্চ তিনজন খেলোয়াড়। বিদেশি খেলোয়াড়ের নিবন্ধনে কোনো বাধ্যবাধকতা নেই এবার।
গত একবছর জাতীয় দলে খেলাদেরই রাখা হয়েছে পুলে।
আগামী ৭ এপ্রিল শুরু হবে প্রিমিয়ার ক্রিকেট লিগ। বিকেএসপি ও ফতুল্লায় হবে ম্যাচ। তার আগে শুক্র ও শনিবার হবে দলবদল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে অনুষ্ঠিত হবে দলবদল। এ দুই দিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত উন্মুক্ত পদ্ধতিতে দলগুলো নিতে পারবেন তাদের পছন্দের খেলোয়াড়রা।
পুলের ১৯ ক্রিকেটার-
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মোশাররফ হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানভীর হায়দার ও শুভাশিষ রায়।
Discussion about this post