মোহামেডানকে রীতিমতো উড়িয়ে দিল প্রাইম ব্যাংক। শুরুতে ব্যাট করতে নেমে মতিঝিলের ক্লাবটি গুটিয়ে যায় মাত্র ১৪২ রানে। শুক্রবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিততে প্রাইম ব্যাংকের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৪৯ রান। যা ৮০ বল হাতে রেখেই সাব্বির রহমানের অপরাজিত ৭৮ রানে ভর করে সহজের অতিক্রম করে মেহেদি মারুফের দল। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে জায়গা করে নিলো প্রাইম ব্যাংক।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গতকাল বৃষ্টির কারণে মোহামেডান-প্রাইম ব্যাংকের ম্যাচ বন্ধ থাকে প্রায় দুই ঘন্টা।
এদিকে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১০ রানে হারিয়ে মোহাম্মদ আশরাফুলের দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে মেহরাব জুনিয়রের ৬৩ ও তুষার ইমরানের ৫৬ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৯ রান করে কলাবাগান। জবাবে জবাবে নাসিরউদ্দিন ফারুক (৫৮), সাফিউল হায়াত (৬৪) ও মইনুল ইসলামের (৭৫) ব্যাটিংও ভিক্টোরিয়াকে জেতাতে পারেনি।
গতকালের অন্য ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭৭ রানে হারিয়েছে খেলাঘর। এ জয়ে এবারের লিগে প্রথম জয় তুলে নিয়েছে নবাগত নাফিস ইকবালের দল।
Discussion about this post