শত অনিশ্চয়তা পেছনে ফেলে ঢাকাগামী বিমানে উঠে বসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাত পৌনে এগারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন অজি ক্রিকেটাররা। এরপর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ক্রিকেটাররা অাসবেন হোটেলে। শনিবার মিরপুরের শেরেবাংলায় অনুশীলন করার কথা রয়েছে তাদের।
সেই ২০০৬ সালে সর্বশেষ টেস্ট খেলতে ঢাকা এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ১১ বছর পর সাদা পোশাকের ক্রিকেট খেলতে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরে এবার দুটি টেস্ট খেলবে সফরকারীরা।সেই লড়াইয়ের আগে দেশ ছাড়ার সময় তারকা অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ইনস্ট্রাগ্রামে লিখেছেন, ‘প্রস্তুত থাকো ঢাকা, আমরা আসছি।’
উপমহাদেশে টেস্টে ওয়ার্নারের ব্যাটিং গড় মাত্র ৩০.৩৮! অস্ট্রেলিয়ায় টেস্টে তার ব্যাটিং গড় ৬০.১১। সেই ধাক্কা সামলে উঠতে চান তিনি। অবশ্য সফরে আসার আগেই সতীর্থের বাউন্সারে ঘাড়ে চোট পেয়েছেন তিনি। যদিও এনিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন অজি দলের চিকিৎসক।
Discussion about this post