২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ নিজেদের শেষ ওয়ানডে ম্যাচ খেলেছে। তার পর থেকেই জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। টি-টোয়েন্টি খেলেই চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে দল।। যদিও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি ম্যাচ পাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। ঘোষিত হয়েছে প্রস্তুতি ম্যাচের সূচি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলগুলো যখন নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত, তখন টুর্নামেন্টের অন্যতম দুই শক্তিশালী দল ভারত ও আয়োজক পাকিস্তান কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই মাঠে নামবে। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টের আগে ভারত কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের পর ভারতীয় দল সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে। তাদের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের বিপক্ষে দুবাইয়ে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট আটটি দল অংশ নেবে, কিন্তু এর মধ্যে মাত্র চারটি দলই প্রস্তুতি ম্যাচ খেলছে। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান এই চারটি দল নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাচ্ছে।
পাকিস্তান নিজেদের মূল দলকে প্রস্তুতি ম্যাচে না খেলালেও তিনটি পাকিস্তান ‘এ’ দল (পাকিস্তান শাহিনস) গঠন করেছে। এই ‘এ’ দলগুলো আফগানিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।
প্রস্তুতি ম্যাচের সূচি-
১৪ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস 🆚 আফগানিস্তান – লাহোর
১৬ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড 🆚 আফগানিস্তান – করাচি
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস 🆚 দক্ষিণ আফ্রিকা – করাচি
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস 🆚 বাংলাদেশ – দুবাই
Discussion about this post