ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি পর্বটা বেশ ভালই হয়েছে জিম্বাবুয়ের। একমাত্র ম্যাচে অনায়াসেই হারিয়েছে বিসিবি একাদশকে। মুশফিকুর রহিম ও সাব্বির রহমান দলে না থাকলেও এদিন প্রস্তুতির অংশ হিসেবে নামেন মাঠে। তারপরও জয়ের দেখা পায়নি বিসিবি একাদশ। একমাত্র প্রস্তুতি ম্যাচে সহজেই বিসিবি একাদশকে হারিয়েছে জিম্বাবুয়ে।
বুধবার দুপুরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যামিল্টন মাসাকাদজার দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৪২ রানে করে বিসিবি একাদশ। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম শুরুটা মন্দ করেন নি। নাঈমের ব্যাটে ১৪ বলে ২৩আর অধিনায়ক সাইফ ২১ রান করে ফেরেন। মুশফিক-সাব্বির লড়েছেন। ৫৩ রানের জুটি গড়েন তারা। কিন্তু ঠিক টি-টুয়েন্টি মেজাজে খেলা হয়নি। ৩১ বলে এক ছক্কায় ৩০ রান তুলেন সাব্বির। ২৬ বলে ২৬ রান করেন মুশফিক। জিম্বাবুয়ের হয়ে ১৮ রানে ৩ উইকেট নেন শন উইলিয়ামস।
জবাবে নেমে মাসাকাদজা ও ব্রেন্ডন টেলরের ব্যাটে বেশ এগিয়েছে দল। ৩১ রান তুলেন মাসাকাদজা। তাকে আউট করেন আফিফ হোসেন ধ্রুব। ক্রেইগ আরভিন ও উইলিয়ামসকেও ফেরান তিনি। এরপর ব্রেন্ডন টেলর ও টিমিসেন মারুমারার দাপটে পথ খুঁজে নেয় জিম্বাবুয়ে। দলকে জিতিয়ে ৪৪ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন টেলর। মারুমা তুলেন ২৮ বলে ৪৬ রান। ১৯ রানে ৩ উইকেট শিকার করেন স্পিনার আফিফ হোসেন।
আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজ। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর-
বিসিবি একাদশ: ১৪২/৭ (২০ ওভারে) (সাইফ ২১, নাঈম ২৩, সাব্বির ৩০, মুশফিক ২৬, আফিফ ১০, ইয়াসির ৬, সাইফউদ্দিন ৭*, আরিফুল ৯, ইয়াসিন ২*; উইলিয়ামস ৩/১৮, জারভিস ১/১৭, চাতারা ১/৩১, মাদজিভা ২/৩৫, বার্ল ০/১৭, মুতোমবোদজি ০/৪, মুনইয়োঙ্গা ০/২০)
জিম্বাবুয়ে: ১৪৪/৩ (১৭.২ ওভারে) (টেইলর ৫৭*, মাসাকাদজা ৩১, আরভিন ৪, উইলিয়ামস ২, মারুমা ৪৬*; সাইফউদ্দিন ০/২০, ইয়াসিন ০/২২, আফিফ ৩/১৯, আরিফুল ০/১৪, আমিনুল ০/৩৭, শফিকুল ০/৩১)।
ফল: জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী।
Discussion about this post