ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দিন কয়েক আগেই বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছেন তারা। দেশে নেমেই পেয়েছেন রাজসিক সংবর্ধনা। এরপরই ছুটি নিয়ে ছুটে যান পরিবারের কাছে। তবে খুব বেশিদিন পরিবারের সঙ্গে থাকা হলো না। জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ দলে আছেন বিশ্বকাপ জেতা ৬ যুবা ক্রিকেটার।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা দলের অধিনায়ক আকবর আলী ছাড়াও বিসিবি একাদশে আছেন- মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন, পারভেজ হোসেন ও অধিনায়ক আকবর আলী।
১৩ সদস্যের দলে আছেন জাতীয় দলে খেলা আমিনুল ইসলাম বিপ্লব ও নাঈম শেখ।
জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিসিবি একাদশ দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপিতে। এই ম্যাচ শেষে সফরকারীদের একমাত্র টেস্টে খেলতে নামবে বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ২২ ফেব্রুয়ারি।
টেস্ট ম্যাচ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টির লড়াই।
বিসিবি একাদশ-
নাঈম শেখ, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলি, আল আমিন (জুনিয়র), ফারদিন অনি, শরিফুল ইসলাম, সুমন খান, মাকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম।
Discussion about this post