ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতি ম্যাচে ৯ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে। এর আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের তৃপ্তি পেয়েছে টাইগ্রেসরা। যা কীনা নারী ক্রিকেট দলের প্রথম কোন সিরিজ জয়। বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে এখন নেদারল্যান্ডসে আছেন সালমা খাতুনরা।
রটারড্যামের ভিওসি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে স্কটল্যান্ডের মেয়েদের মাত্র ৪৭ রানে অলআউট করেছে বাংলাদেশ। এরপর ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে দল।
আগামী ৭ জুলাই শুরু হবে নারীদের টি-টুয়েন্টির বিশ্বকাপ বাছাইপর্ব। প্রথম ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। এরপর আরব আমিরাত ও স্বাগতিক নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন রুমানা আহমেদরা। টি-টুয়েন্টি বিশ্বকাপ এ বছরের নভেম্বরে। খেলা হবে ওয়েস্ট ইন্ডিজে। বাছাইপর্বের বাধা পেরিয়ে বাংলা্দেশকে খেলতে হচ্ছে বিশ্বকাপ।
Discussion about this post