ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততায় নিউজিল্যান্ড সফরের আগে প্রস্তুতির সুযোগ মিলেনি। একেবার অগোছালো আর পরিকল্পনাহীন ভাবেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। টি-টুয়েন্টি নিয়ে মাসখানেকের বেশি সময় ব্যস্ত থাকলেও সফরে ওয়ানডে দিয়েই পথচলা শুরু হবে বাংলাদেশ দলের। ১৩ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে।
সেই আগের আগেই একমাত্র প্রস্তুতি ম্যাচেই হেরে গেছে টাইগাররা। সফরের শুরুতেই আঁচ করা গেল সিরিজে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে সফরকারীদের।
ম্যাচে অবশ্য ব্যাট হাতে সাফল্য পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীম। দু’জনই করলেন ফিফটি। সাব্বির রহমানও লড়েছেন। সব মিলিয়ে চ্যালেঞ্জিং স্কোরই গড়ে দল। তারপরও প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের কাছে ২ উইকেটে হারল সফরকারীরা।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৬.১ ওভারে ২৪৭ তুলে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে ১১ বল বাকি ২ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।
রোববার লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে টস হেরে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় বাংলাদেশ দল। ৮ ওভারে ৩১ রান উঠতেই শেষ চার উইকেট। ভুল শট করে আত্মহত্যা করেন তারা।
লিটন দাস, মুমিনুল হক, সৌম্য সরকার আর মোহাম্মদ মিঠুন পা রাখতে পারেন নি দুই অঙ্কের স্কোরে।
ঠিক এমন সময় মুশফিক ও মাহমুদউল্লাহর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে দু’জন করেন ১০৮ রান। ৬১ বলে ৬২ করে ফিরেন মুশফিক। মাহমুদউল্লাহ ৮৮ বলে তুলেন ৭২ রান।
দলের নেতৃত্বে ছিলেন মেহেদী হাসান মিরাজ। যদিও ব্যর্থ তিনি। সাব্বির ৪১ বলে ৪০ রান করে আউট। ইনিংসের ২৩ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
৩৮ রানে ৪ উইকেট নেন নিউজিল্যান্ড একাদশের ইয়ান ম্যাকপিক।
এরপর জবাবে নেমে অ্যান্ড্রু ফ্লেচার ও অধিনায়ক জিত রাভাল গড়েন শতরানের জুটি। ১১৪ রানে থামে তাদের জুটি। ৬৩ বলে রাভাল ফিরেন ৫২ রানে। আর ফ্লেচার ১১২ বলে তুলেন ৯২ রান।
১৮২ রানে ৩ উইকেট কিউইদের। এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মুস্তাফিজ, মাহমুদউল্লাহ ও মিরাজ নেন দুটি করে উইকেট। তবে ম্যাচটা জেতাতে পারেন নি তারা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৬.১ ওভারে ২৪৭/১০ (লিটন ৩, মুমিনুল ৬, সৌম্য ১, মুশফিক ৬২, মিঠুন ১, মাহমুদউল্লাহ ৭২, সাব্বির ৪০, মিরাজ ৭, নাঈম ১৭*, শফিউল ৪, মুস্তাফিজ ১২; হ্যাজেলডাইন ২/৪৬, ম্যাকপিক ৪/৩৮, ব্রাউন ১/৫৭, সোলিয়া ১/৩২, ফন ভারকম ০/৩৯, রবিন্দ্র ২/৩৪)
নিউজিল্যান্ড একাদশ: ৪৮.১ ওভারে ২৫১/৮ (রাভাল ৫২, ফ্লেচার ৯২, সোলিয়া ১১, রবিন্দ্র ১৭, অ্যালেন ৩০, ক্লার্ক ১৯, ফিলিপস ৪, চু ৭*, ফন ভারকম ০, হ্যাজেলডাইন ২*; শফিউল ০/৪০, মুস্তফিজ ২/৩৩, মিরাজ ২/৪৬, নাঈম ১/৪৩, মাহমুদউল্লাহ ২/৩৭, মুমিনুল ০/৯, সৌম্য ১/২৮)
ফল: নিউজিল্যান্ড একাদশ ২ উইকেটে জয়ী
Discussion about this post