ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধান নির্বাচক ও প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন মিসবাহ-উল-হক। কিন্তু এক সঙ্গে দুই কাজ করতে যেয়ে বেশ বেগ পাচ্ছিলেন সাবেক এ ব্যাটসম্যান। এজন্য সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সাবেক এ অধিনায়ক বুধবার সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন, প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন। এখন থেকে শুধু পাকিস্তানের হেড কোচের দায়িত্ব সামলাবেন।
২০১৯ সালের সেপ্টেম্বরে যখন একসঙ্গে পাকিস্তান ক্রিকেটের বড় দুই দায়িত্ব নিয়েছিলেন মিসবাহ তখন বেশ সমালোচনায় পড়েছিলেন। বোর্ডের এমন সিদ্ধান্তে নাখোশ হয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটাররা। একসঙ্গে দুই গুরু দায়িত্ব পালনে যে স্বার্থের সংঘাত আর এলোমেলো পরিস্থিতি হতে পারে, সেই বিষয়ে সতর্ক করেছিলেন তারা।
গেল ইংল্যান্ড সফর থেকেই মিসবাহর প্রধান নির্বাচক থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন শুরু হয়। সে সময় জানা যায় তার জায়গা নেবেন সাবেক পাক পেসার শোয়েব আখতার। আপাতত প্রথম খবরটি সত্যি হয়েছে বুধবার।
Discussion about this post