অবশেষে স্বস্তির খবর। অভিমানের বরফ গলেছে। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে অবসর প্রত্যাহার করলেন তামিম ইকবাল। যদিও এই তারকা ক্রিকেটার ছুটি নিয়েছেন দেড় মাসের। ছুটি শেষে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলবেন ওয়ানডে অধিনায়ক।
অবশ্য এশিয়া কাপে তিনি অধিনায়ক হিসেবে ফিরবেন নাকি খেলোয়াড় হিসেবে সেই বিষয়ে এখনই সিদ্ধান্ত নেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন তামিম।
একদিন আগেই নিজ শহর চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তামিম। শুক্রবার এই ব্যাটারকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কথা বলার পর প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হয়ে গণমাধ্যমকে তামিম বলেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’
কেন অবসর ভেঙে ফিরছেন এনিয়ে প্রশ্ন করা হলে এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘এরপর পাপন ভাই কথা বলবেন।’ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাশেই ছিলেন। পাপন এরপরই বলেন, ‘দেখুন, আমার একটা ধারনা হয়েছিল ওর প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধান পাবো। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।’
তামিম কী বিসিবিকে অবসরের চিঠি দিয়েছিল? এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, ‘আজ একটা এসেছে।’ তারপরই বিসিবি সভাপতি বলেন, ‘যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনো ফিট না, সেজন্য সে দেড়মাস সময় নিয়েছে। এই দেড়মাসে সে পুনর্বাসন করে আশা করছি সে শিগগিরই আমাদের ক্রিকেটে ফিরে আসবে।’
বিসিবি সভাপতি পাপন এখন স্বস্তিতে। তিনি আরও বলেন, ‘অবশ্যই এটা সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়কই যদি না থাকে আমরা খেলব কীভাবে!’
শুক্রবার দুপুরে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছিলেন তামিম। তামিমের স্ত্রী আয়েশা ইকবাল।
Discussion about this post