ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রাম টেস্টে হারের পর থেকেই এলোমেলো বাংলাদেশ শিবির। তার প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার ঢাকা টেস্টের প্রথম সেশনেই। টস হেরে বল হাতে নিয়ে এদিনের শুরুটা নিজেদের করে নিতে পারেনি টিম টাইগার্স। তাদের সাফল্য বলতে শুধু তাইজুল ইসলামের একটি উইকেট শিকার।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে করেছে ৮৪ রান। ক্রিজে অপরাজিত রয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট ৩৯ ও শেন মোসেলে ৬ রানে।
টস হেরে এদিন তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সাদমান এবং সাকিবের পরিবর্তে দলে ঢুকেন সৌম্য সরকার এবং মোহাম্মদ মিঠুন। অন্যদিকে মুস্তাফিজের বদলি একাদশে ঢুকেন আবু জায়েদ রাহী। যথারীতি দ্বিতীয় টেস্টেও এক পেসার নিয়ে মাঠে নামলেও কোন পরিবর্তন আনতে পারেনি রাহী।
বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই বেশ খেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্রাথওয়েট ও জন ক্যাম্বেল। তারা গড়েন ৬৬ রানের জুটি। শেষ পর্যন্ত ক্যাম্বেলকে (৩৬) এলবিডব্লিয়ের ফাঁদে ফেলে ফেরান তাইজুল। তারপরও টাইগার শিবিরে ফেরেনি স্বস্তি। কেননা এক প্রান্ত আগলে রেখে ক্যারিবীয় অধিনায়ক ব্রাথওয়েট খেলছেন দারুণ। অন্য প্রান্তে তাকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন ক্যাম্বেল। এরইমধ্যে তাদের দ্বিতীয় উইকেট জুটি গড়েছে ১৮ রানের জুটি।
তাইজুল এখন পর্যন্ত ৯ ওভারে ২১ রানে নিয়েছেন ১টি উইকেট।
Discussion about this post