ক্রিকবিডি২৪.কম রিপোট
বৃষ্টি ভেসে গিয়েছিল টেস্টের দুই দিন। মনে হচ্ছিল বাকী তিন দিন মাঠের ক্রিকেট থাকলেও ম্যাচটা অন্তত হারবে না! ড্রয়ের স্বপ্ন দেখতে থাকা দলটাকেই কীনা ফের দুঃস্বপ্ন উপহার দিয়েছে নিউজিল্যান্ড। নিল ওয়েগনারের শর্ট বলের তোপে বিপর্যস্ত টাইগাররা শেষ দিনে প্রথম সেশনেই অলআউট! লড়তেও পারল না সফরকারীরা।
মঙ্গলকার ওয়েলিংটন টেস্টের পঞ্চম ও শেষদিনে বাংলাদেশকে ইনিংস ও ১২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে টেস্ট র্যাঙ্কিংয়েই দুই নম্বর দলটি জিতেছে সিরিজও। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেলো ২-০তে।
আগামী শনিবারে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। ক্রাইস্টচার্চে হোয়াইট ওয়াশ এড়াতেই মাঠে নামবে বাংলাদেশ। সফরে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবেছিল দল।
আগের দিনই কোনঠাসা হয়ে যায় বাংলাদেশ। তারপরও আশা ছিল শেষদিন ব্যাটসম্যানদের দৃঢ়তার দেখা মিলবে। অন্তত ম্যাচ বাঁচাবে। কিন্তু সেটা ছিল নিছকই মিশন ইমপসিবল। নিল ওয়েগনার ও ট্রেন্ট বোল্টের তোপে দ্বিতীয় ইনিংসে টাইগাররা অলআউট মাত্র ২০৯ রানে।
যা একটু লড়লেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। হাফসেঞ্চুরি আসে তার ব্যাটে। সব মিলিয়ে আসলে আড়াইদিনে ম্যাচটা হেরেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই এই সর্বনাশ। আগের দিন লড়েছিলেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। কিন্তু মঙ্গলবার পাত্তা পেলেন না তারাও। ৪৭ রানে ফেরেন মিঠুন।
এরপর মাহমুদউল্লাহ কিছুটা সময় প্রতিরোধ গড়েন। অন্যরা বাজে শটের পসরা সাজিয়ে ফেরেন সাজঘরে। রিয়াদ খেলেন ১২ চার ও ১ ছক্কায় ৬৯ বলে ৬৭ রানের এক ইনিংস। ইনিংসে ৫ আর ওয়েলিংটন টেস্টে ৯ উইকেট নিয়েছেন ওয়েগনার। ইনিংসে ৪টিসহ ম্যাচে বোল্ট নেন ৭টি। তবে ম্যাচসেরা ডাবল সেঞ্চুরিয়ান রস টেলর।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২১১/১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৪৩২/৬ (ইনিংস ঘোষণা)
বাংলাদেশ ২য় ইনিংস: ৫৬ ওভারে ২০৯/১০ (আগের দিন ৮০/৩) (মিঠুন ৪৭, সৌম্য ২৮, মাহমুদউল্লাহ ৬৭, লিটন ১, তাইজুল ০, মুস্তাফিজ ১৬, আবু জায়েদ ০*, ইবাদত ০; বোল্ট ১৬-৫-৫২-৪, সাউদি ১২-১-৫৭-০, হেনরি ৯-৩-৪০-১, ডি গ্র্যান্ডহোম ৫-০-১১-০, ওয়েগনার ১৪-৪-৪৫-৫)।
ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ১২ রানে জয়ী
ম্যাচসেরা: রস টেলর
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০তে এগিয়ে
Discussion about this post