বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম আগেই বলেছিলেন টসটাই হতে পারে গুরুত্বপুর্ন। তাই হলো। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার সকালে টস জিতে ব্যাটিংয়ে নামল ভারত। এরপর বৃষ্টি কিছুটা সময় দাপট দেখালেও দিনটা দারুণ কেটেছে ভারতের। শিখর ধাওয়ান ও মুরালি বিজয়ের রেকর্ড উদ্বোধনী জুটির ১ম ইনিংসে বড় সংগ্রহের পথে ভারত।
সফরের একমাত্র টেস্টের ১ম দিনের খেলা শেষে ভারতের রান কোনো উইকেট না হারিয়ে ২৩৯। ধাওয়ান ১৫০ ও বিজয় ৮৯ রান নিয়ে ব্যাট করছেন। উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় একাদশে জায়গা পেয়েছেন ধাওয়ান।
এর আগে টেস্টে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে এর আগে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল দিনেশ কার্তিক ও ওয়াসিম জাফরের। দু’জন ২০০৭ সালে ১৭৫ রানের জুটি গড়েন।
একমাত্র টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতির ২৫ মিনিট আগে ফতুল্লার আকাশে নেমে আসে বর্ষার বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা।
বুধবার টেস্ট অভিষেক হল লিটন দাসের। উইকেট কিপার হিসাবে দেখা যাচ্ছে তাকে। বাংলাদেশের ৭৭তম টেস্ট ক্রিকেটার তিনি।
এছাড়া দলে আছেন সাকিব আল হাসানসহ চার স্পিনার। বিস্ময়ের ব্যাপার হলো মাত্র একজন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। পেস আক্রমনে একা মোহাম্মদ শহীদ। অন্যদিকে ভারত ৩ পেসার নিয়ে খেলছে।
Discussion about this post