ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বুধবার ছুটির দিনে শুরু হলো ওয়ালটন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। লিগের প্রথমদিনেই হয়েছে তিন সেঞ্চুরি। রাজশাহীতে পূর্বাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চল প্রথমদিনে তুলে ২ উইকেটে ৩৩৫ রান। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বুধবার অপরাজিত সেঞ্চুরি করে মাঠ ছাড়েন নাঈম ইসলাম আর অধিনায়ক জহুরুল ইসলাম।
ম্যাচে নাঈম ও জহুরুল যোগ করেন ২০২ রান। এরমধ্যে নাঈম ১৭৭ বলে ১৩ চার ও এক ছক্কায় অপরাজিত ১১১ রানে। জহুরুল ১৫৭ বলে ১৪ চারে তুলেন ১০০ রান।
সংক্ষিপ্ত স্কোর-
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৮১ ওভারে ৩৩৫/২ (মিজানুর আহত অবসর ৬৩*, জুনায়েদ ২৮, ফরহাদ ১২, নাঈম ১১১*, জহুরুল ১০০*; আবু জায়েদ ১/৬৩, রেজা ০/৫৬, হাসান ১/৫১, সাইফ ০/২৫, এনামুল জুনিয়র ০/৮৬)
##########
সিলেটে কেন্দ্রীয় অঞ্চল প্রথম ইনিংস করে ২৮২ রান। আর ১৪১ রান আসে আব্দুল মজিদের ব্যাটে। তিনি প্রথম ফিফটি করেন ১১২ বলে। দ্বিতীয় ফিফটিতে লাগে মাত্র ৫৩ বল। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দশম সেঞ্চুরি স্পর্শ করেন ১৬৫ বলে। এটি তার টানা দ্বিতীয় শতরান। ১৩ চার ও ৫ ছক্কায় অপরাজিত ২১৯ বলে ১৪১ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৭৪.৫ ওভারে ২৮২ (লিটন ০, সাইফ ০, শান্ত ২৩, মজিদ ১৪১*, মার্শাল ৪, শুভাগত ১১, তাইবুর ৩, মোশাররফ ১৯, রবিউল ০, আবু হায়দার ১৩, শহিদুল ৫৮; শফিউল ১/৪৪, আল আমিন ৩/৬৫, রুবেল ২/৪২, রাজ্জাক ৩/৭০, মেহেদি ১/৫৭)।
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৫ ওভারে ২৯/০ (শাহরিয়ার ১৫*, এনামুল ৯*)।
Discussion about this post