বাংলাদেশের ঘরোয়া ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবার প্রথমবারের মতো সরাসরি টিভিতে সম্প্রচারিত হবে। এতদিন বিসিবির ইউটিউব চ্যানেলে কিছু ম্যাচ দেখা গেলেও এবার টি-স্পোর্টস চ্যানেলে ২৭টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি, টি-স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে মোট ৮৩টি ম্যাচ দেখা যাবে।
ডিপিএলের খেলা সরাসরি সম্প্রচার হওয়ায় সবচেয়ে স্বস্তিতে থাকবেন আম্পায়াররা। বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘যখন থার্ড আম্পায়ার থাকে না তখন অনেক সমস্যা হয়। এখন সরাসরি দেখানো হলে আম্পায়ারদের নিয়ে বিতর্ক অনেকটাই কমবে।’
যত বেশি প্রযুক্তি ব্যবহার হবে, ততোই আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কমবে। বিশেষ করে রান আউট বা স্টাম্পিংয়ের ক্ষেত্রে টিভি রিপ্লে থাকলে ভুল হওয়ার আশঙ্কা কমে যাবে অনেক।
ডিপিএলকে ঘিরে দলগুলোর প্রস্তুতি পুরোদমে চলছে। প্রায় সব দল নিজেদের স্কোয়াড গুছিয়ে এনেছে। চলতি মাসের ২২ ও ২৩ ফেব্রুয়ারি দলবদল অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে ৩ মার্চ মাঠে গড়াবে প্রতিযোগিতাটি।
এদিকে মিরপুর আর বিকেএসপির দুই এই তিন ভেন্যুতে হবে খেলা। মিরপুরে আন্তর্জাতিক ব্যস্ততা থাকলে বিকল্প ভেন্যু ভাবা হচ্ছে ফতুল্লাকে। বিকেএসপির যাতায়াতের সমস্যা দূর করতে এবার আধা ঘণ্টা পিছিয়ে সাড়ে নয়টায় ম্যাচ শুরু হবে।
Discussion about this post