ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফিরলেও নিজের সেই চেনা ছন্দ খুঁজে পাননি মুস্তাফিজুর রহমান। তারপরও আইসিসি র্যাঙ্কিংয়ে ঠিকই দাপট রয়েছে এই টাইগার পেসারের। প্রথমবারের মতো টি-টুয়েন্টি বোলারদের সেরা দশে উঠে এলেন মুস্তাফিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের দুটিতে খেলছেন কাটার মাস্টার। আর তাতেই এই পেসার এগিয়েছেন ১০ ধাপ। আছেন দশ নম্বরে।
এমন কী সোমবার সাকিব আল হাসানকেও পেছনে ফেলেছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজের পরই রয়েছেন সাকিব। তিনি ১১ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে আল-আমিন হোসেন ২৭ ও মাশরাফি বিন মুর্তজা আছেন ৪৩ নম্বরে।
সর্বোচ্চ ৭৪০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। শীর্ষ পাঁচে থাকা অন্য ৪ বোলার হলেন- জসপ্রিত বুমরাহ (৭৩৫), স্যামুয়েল বদ্রি (৭২৩), ইমাদ ওয়াসিম (৭১৮) ও রশিদ খান (৭০৬)।
Discussion about this post