বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামসের দিন ফুরিয়ে আসছে। দুই বছরের চুক্তি থাকলেও বিসিবি নতুন কোচের সন্ধান করছে। অ্যাডামসের কাজ নিয়ে বোর্ড পুরোপুরি সন্তুষ্ট নয়, তাই বিকল্প খোঁজা শুরু হয়েছে।
বিসিবির যোগাযোগ করা তিনজন কোচের মধ্যে শীর্ষে রয়েছেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ফাস্ট বোলার শন টেইট। উমর গুল পাকিস্তান দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন, আর টেইট বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রাখেন।
২০২২ সালে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া অ্যালান ডোনাল্ডের অধীনে পেসাররা উন্নতি করলেও ২০২৩ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর তিনি সরে দাঁড়ান। সেই সময় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তার সম্পর্কও কিছুটা অস্বাভাবিক ছিল বলে গুঞ্জন ছিল। তবে বিসিবি আবারও তার সঙ্গে যোগাযোগ করছে।
পেস বোলিং কোচ পরিবর্তনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। বিসিবি চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই নতুন কোচ চূড়ান্ত করতে। শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এখন দেখার বিষয়, বাংলাদেশ পায় নতুন মুখ নাকি ডোনাল্ড ফিরছেন আগের ভূমিকায়!
Discussion about this post