পুলের ক্রিকেটার দল বদলের দ্বিতীয় ও শেষ দিনে দল গুছিয়ে নিল ক্লাবগুলো। সোমবার গাজী ট্যাংক ক্রিকেটার্সে (লিজেন্ডস অব রুপগঞ্জ) নাম লেখালেন দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল এবং রুবেল হোসেন। পরবর্তীতে নাম লেখাবেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
তবে দল পাননি দুই স্পিনার সোহাগ গাজী এবং আরাফাত সানি।
দ্বিতীয় ধাপে দলবদল হবে ২৭ ও ২৮ আগস্ট।
১২টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। দলগুলো হল- গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, আবাহনী, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম দোলেশ্বর, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, কলাবাগান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন।
প্রথম বিভাগ ক্রিকেট থেকে এবার ২টি দল প্রিমিয়ার ক্রিকেট লিগে উঠেছে। দল দুটি হচ্ছে ওল্ডডিওএইচএস এবং পারটেক্স।
এবার চলুন দেথে নেই পুলের ক্রিকেটাররা কে কোন ক্লাবে-
গাজী ট্যাংক ক্রিকেটার্স: তামিম ইকবাল, রুবেল হোসেন।
আবাহনী: নাসির হোসেন, আল-আমিন, জিয়াউর রহমান
মোহামেডান: মাশরাফি বিন মুর্তজা, নাঈম ইসলাম, মোহাম্মদ মিঠুন।
প্রাইম দোলেশ্বর: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, মুমিনুল হক।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: মাহমুদুল্লাহ রিয়াদ, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ।
ভিক্টোরিয়া: ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব।
কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি: এনামুল হক, সাব্বির রহমান
কলাবাগান ক্রীড়া চক্র: আব্দুর রাজ্জাক, শামসুর রহমান, রবিউল ইসলাম।
Discussion about this post