বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস বিভাগের ইনচার্জ হিসেবে আবারও দায়িত্বে ফিরেছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস। বিসিবির মানবসম্পদ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরে বিসিবির সঙ্গে যুক্ত নাফীস ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ক্রিকেট অপারেশনসে ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। পরের বছর, ২০২২ সালের ১ জুলাই, পদোন্নতি পেয়ে তিনি ওই বিভাগের ইনচার্জ হন। গত আগস্টে তাকে ক্রিকেট অপারেশনস থেকে সরিয়ে হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগে পাঠানো হয়। তখন তার জায়গায় দায়িত্ব পান জামাল বাবু।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবারও ক্রিকেট অপারেশনসের ইনচার্জ হিসেবে কাজ করবেন শাহরিয়ার নাফীস। এর পাশাপাশি তাকে বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের ইনচার্জ হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন নাজমুল আবেদীন ফাহিম।
বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস জাতীয় দলের হয়ে খেলেছেন তিন ফরম্যাটেই। টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশের জার্সিতে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি সেঞ্চুরি ও ২০টি অর্ধশতক।










Discussion about this post