ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দ্বায়িত্ব থেকে সরে যেতেই হল নাজাম শেঠিকে। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈরি সম্পর্কের কারণে দ্বায়িত্ব থেকে ইস্তফা দিলেন তিনি। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধানের দ্বায়িত্ব দেওয়া হল এহসান মানিকে।
অবশ্য পরিস্থিতি বুঝে নিজেই সরে দাঁড়িয়েছেন নাজাম শেঠি। ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই পদত্যাগ করেন তিনি। বিদায় বেলায় জানান, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান ক্রিকেটকে নিয়ে স্বপ্ন ও বিশেষ পরিকল্পনা আছে। সেইসব পরিকল্পনা বাস্তবায়নে উনার নিয়োজিত একটি ব্যবস্থাপনা কমিটি সবচেয়ে ভালো কাজ করতে পারবে। এজন্যই পদত্যাগপত্র জমা দিয়েছি আমি।’
পাকিস্তানের নির্বাচনে ইমরানের দলের আধিপত্যের পরই আঁচ করা গিয়েছিল পদ হারাচ্ছেন শেঠি। কারণ তিনি একসময়ের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত। এর আগে ২০১৩ ও ২০১৪ সালেও পিসিবির চেয়ারম্যানের দ্বায়িত্ব পারণ করেন শেঠি।
এহসান মানি ১৯৮৯ সাল থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি আইসিসিতে পিসিবির প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আইসিসির প্রেসিডেন্ট ছিলেন। এবার পিসিবির দ্বায়িত্বে এসেছেন মানি।
Discussion about this post